

গত বিপিএলে চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে বল হাতে দারুণ পারফর্ম করেছেন মুস্তাফিজুর রহমান। এবারও দলটি সরাসরি চুক্তিতে এই বাঁহাতি পেসারকে অন্তর্ভূক্ত করছে।
বিষয়টি ‘ক্রিকেট৯৭’ কে নিশ্চিত করেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের একটি সূত্র। তবে শাহীন শাহ আফ্রিদি ও মোহাম্মদ রিজওয়ানের বাইরে আপাতত কোনো বিদেশীর সাথে চুক্তি হয়নি দলটির।
কোচ হিসেবে গতবারের মতো মোহাম্মদ সালাউদ্দিনই থাকছেন। তবে তার সাথে এবারও ইংলিশ কোচ স্টিভ রোডস থাকবে কীনা চূড়ান্ত হয়নি।
সূত্রটি বলেন, ‘মুস্তাফিজের সাথে আমাদের কথাবার্তা মোটামুটি পাকা। ড্রাফটের বাইরে দেশী ক্রিকেটার হিসেবে তাকেই আমরা নিচ্ছি। আর কোচদের (সালাউদ্দিনের সাথে অন্য কেউ) বিষয়টা চূড়ান্ত করতে এখনোতো সময় আছে হাতে। দেখা যাক কি হয়।’
১১ ম্যাচে গত আসরে ৬.৬৬ ইকোনোমিতে ১৯ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক মুস্তাফিজ। মাঝে ছন্দ হারানো এই পেসার বিশ্বকাপে ফেরার আভাস দিয়েছেন।
৫ ম্যাচে উইকেট মাত্র তিনটি হলেও পরিস্থিতি বিবেচনায় ছিলেন দুর্দান্ত। টুর্নামেন্টে ওভারপ্রতি রান খরচ করেছেন ৬ এর নিচে (৫.৬০)। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকেটডটকমডটএইউ তাদের বিশ্বকাপ সেরা দলেও রেখেছে মুস্তাফিজকে।
বিপিএলের নবম আসর মাঠে গড়াচ্ছে জানুয়ারির প্রথম সপ্তাহে। ২৩ নভেম্বর হবে প্লেয়ার্স ড্রাফট।
তবে ড্রাফটের আগে একজন দেশী ক্রিকেটার সরাসরি চুক্তিতে অন্তর্ভূক্ত করার সুযোগ দিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল। তবে বিদেশীদের ক্ষেত্রে সংখ্যাটা সীমাবদ্ধ নয়।
সিলেট স্ট্রাইকার্স দেশী কোটায় মাশরাফি বিন মর্তুজাকে, খুলনা টাইগার্স তামিম ইকবাককে ও ফরচুন বরিশাল সাকিব আল হাসানকে নিজেদের করে নিয়েছে। এবার সে তালিকায় যোগ হল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুস্তাফিজের নাম।