মুম্বাই ইন্ডিয়ান্সে পোলার্ড নেই, পোলার্ড আছেন!

মুম্বাই ইন্ডিয়ান্সে পোলার্ড নেই, পোলার্ড আছেন!
Vinkmag ad

কাইরন পোলার্ড আর মুম্বাই ইন্ডিয়ান্স যেনো একসূত্রে গেথে গিয়েছিল। ১৩ টি মৌসুম মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলার পর আইপিএল থেকে অবসর নিলেন পোলার্ড। তবে আইপিএল খেলা ছাড়লেও মুম্বাই ইন্ডিয়ান্সকে ছাড়তে হয়নি তাকে। দলটির ব্যাটিং কোচ হিসাবে কাজ করবেন তিনি।

কাইরন পোলার্ডকে বলা যেতে পারে ‘ওয়ান ক্লাব ম্যান’। মুম্বাই ইন্ডিয়ান্সের পক্ষে ৫ আইপিএল ও ২ চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছেন তিনি। আইপিএল ও মুম্বাই ইন্ডিয়ান্স শিবিরের কিংবদন্তি হিসাবেই নাম থাকবে খেলোয়াড় পোলার্ডের।

মুম্বাই ইন্ডিয়ান্সের কোচ হিসাবে কাজ শুরু করতে যাওয়া কাইরন পোলার্ড খেলবেন এমআই এমিরেটসের হয়ে।

মুম্বাই ইন্ডিয়ান্সের স্বত্বাধিকারী নিতা আম্বানি বলছেন খেলোয়াড় পোলার্ডকে মুম্বাই ইন্ডিয়ান্স শিবিরে মিস করবেন তিনি। তবে দলের ব্যাটিং কোচ ও এমআই এমিরেটসের খেলোয়াড় হিসাবে তিনি চালিয়ে যাবেন বলে যারপরনাই খুশি তিনি।

টুইটারে এক আবেগঘন বার্তায় নিজের সিদ্ধান্তের কথা জানান সীমিত ওভারের ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের অন্যতম সেরা এই ক্রিকেটার।

খেলোয়াড় কাইরন পোলার্ডের আইপিএল ক্যারিয়ার-

মুম্বাই ইন্ডিয়ান্সের ২য় সর্বোচ্চ রানের মালিক- ৩,৯১৫
মুম্বাই ইন্ডিয়ান্সের পক্ষে আইপিএলে সর্বোচ্চ ছক্কা- ২২৩
আইপিএলে উইকেটরক্ষক ছাড়া ফিল্ডারদের মধ্যে ৩য় সর্বোচ্চ ক্যাচ- ১০৩
ওভারসিজ ক্রিকেটার হিসাবে ৫ম সর্বোচ্চ ম্যাচসেরা- ১৪
মুম্বাই ইন্ডিয়ান্সের পক্ষে ২য় দ্রুততম পঞ্চাশ- ১৭ বলে
মুম্বাই ইন্ডিয়ান্সে অন্তত ৩০০ রান করেছেন এমন ব্যাটারদের মধ্যে ২য় সর্বোচ্চ স্ট্রাইক রেট- ১৪৭.৩২
৬ আইপিএল ফাইনালে ১৯৫.৬৫ স্ট্রাইক রেটে ১৮০ রান।

৯৭ ডেস্ক

Read Previous

বিসিএলে তারকাদের মেলা, দল পাননি সাব্বির

Read Next

তামিমের পর খুলনা টাইগার্স দলে ভেড়াল দুই পাকিস্তানিকে

Total
0
Share