লংগার ভার্সন খেলতে আইপিএলকে ‘না’ বললেন স্যাম বিলিংস

লংগার ভার্সন খেলতে আইপিএলকে 'না' বললেন স্যাম বিলিংস
Vinkmag ad

আইপিএল (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) ২০২৩ থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন ইংল্যান্ডের উইকেটরক্ষক ব্যাটার স্যাম বিলিংস। কেন্ট ক্রিকেটের পক্ষে কাউন্টিতে লংগার ফরম্যাটের ক্রিকেট খেলার জন্য এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

টুইটারে স্যাম বিলিংস লিখেছেন, ‘আগামী আইপিএলে কোলাকাতা নাইট রাইডার্সের পক্ষে অংশ নিচ্ছি না। লংগার ফরম্যাট ক্রিকেটে কেন্ট ক্রিকেটের হয়ে ইংলিশ সামার শুরু করতে এই সিদ্ধান্ত।’

‘কোলকাতা নাইট রাইডার্সের দেওয়া সুযোগের জন্য ধন্যবাদ। সেখানে প্রতিটি মিনিট উপভোগ করেছি। একটি অসাধারণ ফ্র্যাঞ্চাইজি যেখানে দারুণ কিছু মানুষ কাজ করে। আশা করি ভবিষ্যতে আবার দেখা হবে।’

স্যাম বিলিংসের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা ক্রিকেটার হার্শেল গিবস। তিনি লেখেন, ‘দারুণ সিদ্ধান্ত। তোমার খেলার উন্নতি হবে এবং তুমি আরও ভালো হবে।’

৩১ বছর বয়সী স্যাম বিলিংস গেল বছরের নিলামে ২ কোটি রুপিতে যুক্ত হয়েছিলেন কোলকাতা নাইট রাইডার্সে।

৮ ম্যাচ খেলার সুযোগ পেয়ে ১২২.৪৬ স্ট্রাইক রেট ও ২৪.১৪ গড়ে করেন ১৬৯ রান।

কোলকাতা নাইট রাইডার্স ইতোমধ্যে আফগানিস্তানের রহমানউল্লাহ গুরবাজ ও নিউজিল্যান্ডের লকি ফার্গুসনকে ট্রেডিংয়ের মাধ্যমে গুজরাট টাইটান্স থেকে দলে টেনেছে। গুরবাজ হতে পারেন স্যাম বিলিংসের রিপ্লেসমেন্ট।

১৫ নভেম্বর আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো তাদের ধরে রাখা ক্রিকেটারের নাম জানাবে। ২০২৩ মৌসুমের আগে ২৩ ডিসেম্বর কোচিতে হবে নিলাম।

৯৭ ডেস্ক

Read Previous

ওয়ানডে ফরম্যাটে বিসিএল, সূচি প্রকাশ

Read Next

বিসিএলে তারকাদের মেলা, দল পাননি সাব্বির

Total
0
Share