

বিপিএলকে সামনে রেখে রংপুর রাইডার্সের আরও এক চমক। ফ্র্যাঞ্চাইজিটি আসন্ন আসরের জন্য দলে ভিড়িয়েছে লঙ্কান ওপেনার পাথুম নিসাঙ্কাকে।
রংপুর রাইডার্স ফ্র্যাঞ্চাইজি বিবৃতিতে জানিয়েছে, ‘রাইডার্স পরিবারে যোগ দিতে আসছেন শ্রীলঙ্কার নির্ভীক ওপেনার। পাথুম নিসাঙ্কার সাইনিং ঘোষণা দিয়ে আমরা রোমাঞ্চিত। আরআর পরিবারে স্বাগতম।’
নিসাঙ্কার আগে শোয়েব মালিক, হারিস রউফ, মোহাম্মদ নওয়াজ ও সিকান্দার রাজাকে দলে ভেড়ায় রংপুর।
৩৬ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা নিসাঙ্কা ৯ ফিফটিতে রান করেছেন ১০১৫। দেশের বাইরে এবারই প্রথম ফ্র্যাঞ্চাইজি লিগ মাতাতে আসছেন নিসাঙ্কা।
আসন্ন বিপিএল (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) সামনে রেখে দল গোছানো বেশ ভালোভাবেই শুরু করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। আর সেখানে দেখা পাচ্ছে পাকিস্তানি, লঙ্কান ক্রিকেটারদের জয়কজয়কার।
এবারের বিপিএল মাঠে গড়াবে জানুয়ারির প্রথম সপ্তাহে। ঠিক একই সময়ে চলবে আরও তিনটি ভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ। যে কারণে ভালো মানের বিদেশী ক্রিকেটার পাওয়া নিয়ে ছিল সংশয়। তবে সেখানে কিছুটা স্বস্তির হাওয়া বইয়ে দিল পাকিস্তানি ক্রিকেটাররা। কারণ জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের একটি সিরিজ পিছিয়ে গেছে, ঐ ফাঁকা সময়েই অনেক আসছেন বিপিএল খেলতে।