

আইসিসি ইভেন্টে শিরোপা জেতাটা সম্মানের তো বটেই, সাথে জোটে অনেক আর্থিক পুরস্কার। অস্ট্রেলিয়ায় আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ এর শিরোপা জিতে ইংল্যান্ড যেমন জিতল ১.৬ মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ১৬ কোটি।
এবারের বিশ্বকাপ জমেছিল বেশ, ১৬ দলের মধ্যে পার্থক্য ছিল বেশ সামান্য। ছোট ও বড় দল বলে আলাদা করা যায়নি কাউকে। ৫.৬ মিলিয়ন মার্কিন ডলার ভাগ করা হয়েছে অংশগ্রহনকারী দলগুলোর মধ্যে।
কোন সন্দেহ ছাড়াই সর্বোচ্চ সংখ্যক টাকা গেছে ইংল্যান্ড দলের কাছে। তবে ১৬ টি দলই কিছু না কিছু পেয়েছে।
রানার আপ হয়ে পাকিস্তান পেয়েছে ইংল্যান্ডের অর্ধেক। ৮ লাখ মার্কিন ডলার পেয়েছে বাবর আজমের দল, যা প্রায় ৮ কোটি টাকার সমান।
দুই সেমি ফাইনালিস্ট ভারত ও নিউজিল্যান্ড পেয়েছে ৪ লাখ মার্কিন ডলার করে। বাংলাদেশি টাকায় যা ৪ কোটি করে।
সুপার টুয়েলভ থেকে বিদায় নেওয়া ৮ টি দল (বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে, নেয়ারল্যান্ডস, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, আফগানিস্তান, আয়ারল্যান্ড) পেয়েছে ৭০ হাজার মার্কিন ডলার করে। ২০২১ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের মত এবারও সুপার টুয়েলভে ৩০ টি ম্যাচে জয়ী দল প্রতিটি ম্যাচে পেয়েছে ৪০ হাকার মার্কিন ডলার করে।
প্রথম রাউন্ড থেকে বিদায় নেওয়া ৪ দল (সংযুক্ত আরব আমিরাত, স্কটল্যান্ড, নামিবিয়া ও ওয়েস্ট ইন্ডিজ) পেয়েছে ৪০ হাজার মার্কিন ডলার করে। এর সাথে প্রথম রাউন্ডে প্রতিটি জয়ের জন্য দলগুলো পেয়েছে ৪০ হাজার মার্কিন ডলার করে।
বাংলাদেশ সুপার টুয়েলভ থেকে বিদায় নিয়ে ৭০,০০০ মার্কিন ডলার ও ২ জয়ে (সুপার টুয়েলভ পর্যায়ে) ৮০,০০০ মার্কিন ডলার- মোট ১৫০,০০০ মার্কিন ডলার পেয়েছে।
প্রাইজমানির বিতরণ-
টুর্নামেন্ট জয়ী দল- ১,৬০০,০০০ মার্কিন ডলার
রানার আপ- ৮০০,০০০ মার্কিন ডলার
সেমি ফাইনালে বিদায় নেওয়া দল- ৪০০,০০০*২= ৮০০,০০০ মার্কিন ডলার
সুপার টুয়েলভে জয়ী দল- ৪০,০০০*৩০= ১২,০০০,০০ মার্কিন ডলার
সুপার টুয়েলভে বিদায় নেওয়া দল- ৭০,০০০*৮= ৫৬০,০০০ মার্কিন ডলার
প্রথম রাউন্ডে জয়ী দল- ৪০,০০০*১২= ৪৮০,০০০ মার্কিন ডলার
প্রথম রাউন্ডে বিদায় নেওয়া দল- ৪০,০০০*৪= ১৬০,০০০ মার্কিন ডলার
মোট- ৫,৬০০,০০০ মার্কিন ডলার।