

বাংলাদেশ-ভারত সিরিজের সূচি চূড়ান্ত হয়েছিল আগেই। তবে ওয়ানডে ম্যাচগুলো শুরুর সময় নিয়ে ছিল দোটানা। মূলত বিদ্যুৎ সাশ্রয়ের সরকারি নির্দেশনা আমলে নিয়েছিল বিসিবি। এ নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রী পরিষদের সাথে বৈঠকও করে দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা।
এবার জানা গেল ওয়ানডে ম্যাচ শুরুর সময়ও। তিনটি ম্যাচই শুরু হবে দুপুর ১২ টায়।
তিনটি ওয়ানডের পাশাপাশি দুইটি টেস্ট খেলতে ১ ডিসেম্বর বাংলাদেশে আসবে ভারত। ২ ও ৩ ডিসেম্বর অনুশীলন শেষে ৪ ডিসেম্বর প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশের।
বাকি দুই ওয়ানডে ৭ ও ১০ ডিসেম্বর। ওয়ানডে সিরিজের সবকটি ম্যাচ মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
এরপর চট্টগ্রামে প্রথম টেস্ট শুরু ১৪ ডিসেম্বর। দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে আবার ঢাকায় ফিরবে দুই দল। ২২ ডিসেম্বর শুরু হবে ম্যাচটি।
টেস্ট সিরিজে দিনের খেলা শুরু হবে সকাল সাড়ে ৯ টা থেকে।