

আবুধাবি টি-টেন লিগের বাংলাদেশি মালিকানাধীন দল বাংলা টাইগার্সের আইকন ক্রিকেটার সাকিব আল হাসানের কাঁধেই ওঠল নেতৃত্বভার। এবার স্কোয়াডে সাকিবসহ তিন বাংলাদেশি ক্রিকেটার। সোহান, মৃত্যুঞ্জয়, আমির, মুনরোরা খেলবেন সাকিবের অধীনে।
আসন্ন আসরের জন্য বাংলা টাইগার্সের সঙ্গে আইকন ক্রিকেটার হিসেবে চুক্তি করেন সাকিব আল হাসান। এবার ফ্র্যাঞ্চাইজিটি অফিসিয়ালভাবে জানালো, সাকিবই দলের নেতৃত্বে।
_________, Leader, Legend. 🐯
If you have any further doubt, let’s clear it out. Presenting Shakib Al Hasan, our captain for the 6th season of Abu Dhabi T10 League. 👀🔥#BanglaTigers #AbuDhabiT10 #InAbuDhabi #CricketsFastestFormat #LetsGoHunt pic.twitter.com/w40PE0n8cv
— Bangla Tigers (@BanglaTigers_ae) November 13, 2022
‘_ নেতা, কিংবদন্তি। আপনার যদি আরও সন্দেহ থাকে তবে আসুন এটি পরিষ্কার করি। আবুধাবি টি-টেন লিগের ৬ষ্ঠ মৌসুমের জন্য আমাদের অধিনায়ক সাকিব আল হাসানকে উপস্থাপন করছি।’
সাকিবকে দলে ভেড়ানো ছাড়াও প্লেয়ার্স ড্রাফট থেকে বাংলাদেশ টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক নুরুল হাসান সোহান ও পেসার মৃত্যুঞ্জয় চৌধুরীকে দলে টানে বাংলা টাইগার্স। দেশের জার্সিতে ৪৬ টি-টোয়েন্টি খেলা নুরুল হাসান এবারই প্রথম টুর্নামেন্টটি মাতাবেন। তরুণ মৃত্যুঞ্জয়েরও এখনো টি–টেন লিগে খেলা হয়নি।
আগামী ২৩ নভেম্বর আবুধাবিতে শুরু হবে টি-টেন লিগের ৬ষ্ঠ আসর, চলবে ৪ ডিসেম্বর পর্যন্ত। উদ্বোধনী দিনেই বাংলা টাইগার্স খেলবে নিউইয়র্ক স্ট্রাইকার্সের বিরুদ্ধে।
বাংলা টাইগার্স স্কোয়াড:
সাকিব আল হাসান (আইকন ও অধিনায়ক), নুরুল হাসান সোহান, মৃত্যুঞ্জয় চৌধুরী, মোহাম্মদ আমির, শ্রীসান্থ, কলিন মুনরো, এভিন লুইস, হযরতউল্লাহ জাজাই, জো ক্লার্ক, বেন কাটিং, বেনি হাওয়েল, ড্যান ক্রিশ্চিয়ান, মাথিসা পাথিরানা, জ্যাক বল, চিরাগ সুরি, রোহান মোস্তফা এবং উমাইর আলি।