

৪ ওভারে ১২ রান খরচে ৩ উইকেট। স্যাম কারেন একা হাতেই পাকিস্তানের বড় রান তোলার স্বপ্ন গুড়িয়ে দেন। ফাইনালে পাকিস্তান থামে ৮ উইকেটে ১৩৭ রান করে। যা বেন স্টোকসের অপরাজিত ফিফটিতে সহজেই পার করে জেতে ইংল্যান্ড। ম্যান অব দ্য ফাইনাল অবশ্য হন স্যাম কারেন।
তবে ফাইনাল সেরার পুরস্কার নিতে এসে স্যাম কারেন বলেন তার মতে ম্যাচ সেরা পুরস্কার পাওয়া উচিত ছিল বেন স্টোকসের।
View this post on Instagram
প্রেজেন্টেশনে স্যাম কারেন বলেন, ‘আমি মনে করি না আমার এটা পাওয়া উচিত। যেভাবে বেন স্টোকস আজ খেলেছে… আমরা এই উপলক্ষ্য উপভোগ করব, এটা খুবই স্পেশাল।’
বল হাতে ৪ ওভারে ৩২ রান খরচে ১ উইকেট, ব্যাট হাতে ৪৯ বলে অপরাজিত ৫২ রান। বেন স্টোকসের পারফরম্যান্স বলছে স্যাম কারেনের কথার যুক্তি আছে বটে।
এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে বল হাতে ইংল্যান্ডকে ডুবিয়েছিলেন স্টোকস। এরপর ২০১৯ বিশ্বকাপের পর ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপেও ফাইনালে দাপুটে পারফরম্যান্স করলেন স্টোকস। স্যাম কারেন বলছেন তাকে নিয়ে অনেকে প্রশ্ন তুললেও তাকে নিয়ে আসলে প্রশ্ন তোলার জায়গা নেই।
স্যাম কারেনের ভাষ্য, ‘অনেকে তাকে নিয়ে প্রশ্ন তুলেছে। তবে তাকে নিয়ে কোনই প্রশ্ন নেই। সে দারুণ একজন।’