

আগামীকাল (১৩ নভেম্বর) মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে পাকিস্তান ও ইংল্যান্ড লড়বে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ এর শিরোপা জয়ের উদ্দেশে। এই মহাগুরুত্বপূর্ণ ম্যাচে কারা ম্যাচ অফিসিয়ালের দায়িত্ব পালন করবেন তা জানিয়েছে আইসিসি।
আলোচিত আম্পায়ার মারিয়াস এরাসমাস থাকবেন অনফিল্ড আম্পায়ারের দায়িত্বে। অনফিল্ডে এরাসমাসের সঙ্গে থাকবেন শ্রীলঙ্কান আম্পায়ার কুমার ধর্মসেনা।
এই ম্যাচে টিভি আম্পায়ার হিসাবে থাকবেন ক্রিস গাফফানি, চতুর্থ আম্পায়ারের দায়িত্ব পালন করবেন পল রেইফেল।
মহাগুরুত্বপূর্ণ ম্যাচে ম্যাচ রেফারির গুরু দায়িত্ব পালন করবেন আইসিসি এলিট প্যানেলের ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালে।
ফাইনালের ম্যাচ অফিসিয়ালের তালিকা-
ম্যাচ রেফারি- রঞ্জন মাদুগালে
অনফিল্ড আম্পায়ার- মারিয়াস এরাসমাস ও কুমার ধর্মসেনা
টিভি আম্পায়ার- ক্রিস গাফফানি
চতুর্থ আম্পায়ার- পল রেইফেল।