

আসন্ন পিএসএল (পাকিস্তান সুপার লিগ) এ নতুন দলের হয়ে খেলবেন পাকিস্তানের সব ফরম্যাটের অধিনায়ক বাবর আজম। এর আগের আসরে করাচি কিংসের হয়ে খেললেও এবারে তিনি খেলবেন পেশোয়ার জালমির হয়ে।
২০১৭ সালে শিরোপা জেতা পেশোয়ার জালমি প্লাটিনাম ক্যাটাগরি থেকে দলে টানে সাপ্লিমেন্টারি রাউন্ডে প্রথম পিকে।
এদিকে পেশোয়ার জালমির হায়দার আলি ও শোয়েব মালিক গেছেন করাচি কিংস শিবিরে।
এর আগে বাবর আজম পিএসএলে খেলেছেন ইসলামাবাদ ইউনাইটেড ও করাচি কিংসের হয়ে।
খেলোয়াড়দের ধরে রাখার পর দলগুলোর তালিকা-
ইসলামাবাদ ইউনাইটেড- শাদাব খান, আসিফ আলি, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, আজম খান, ফাহিম আশরাফ, হাসান আলি, কলিন মুনরো ও পল স্টারলিং।
করাচি কিংস- হায়দার আলি, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আমির, শোয়েব মালিক, আমির ইয়ামিন, মির হামজা, শারজিল খান।
লাহোর কালান্দার্স- রাশিদ খান, শাহীন শাহ আফ্রিদি, ডেভিড ভিসা, আব্দুল্লাহ শফিক, হ্যারি ব্রুক, কামরান গুলাম, জামান খান।
Presenting the retentions for this year 🥁 #HBLPSL8 l #HBLPSLDraft pic.twitter.com/FHFJvV1xrS
— PakistanSuperLeague (@thePSLt20) November 11, 2022
মুলতান সুলতান্স- মোহাম্মদ রিজওয়ান, খুশদিল শাহ, রাইলি রুশো, শান মাসুদ, শাহনেওয়াজ দাহানি, টিম ডেভিড, আব্বাস আফ্রিদি ও ইহসানউল্লাহ।
পেশোয়ার জালমি- বাবর আজম, শেরফানে রাদারফোর্ড, ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ হারিস, আমির জামাল, সালমান ইরশাদ ও টম কোহলার ক্যাডমোর।
কোয়েটা গ্ল্যাডিয়েটর্স- মোহাম্মদ নওয়াজ, ইফতিখার আহমেদ, জেসন রয়, মোহাম্মদ হাসনাইন, সরফরাজ আহমেদ, নাভিন উল হক, উমর আকমল, উইল স্মিদ।