

ভারত সাদা বলের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বাজে পারফর্ম করা দল- এমনটাই বলছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন। ইংল্যান্ডের বিপক্ষে ১০ উইকেটে হেরে সেমি ফাইনাল থেকে বিদায় নেওয়া ভারতের তীব্র সমালোচনা করেছেন ভন।
ভন বলছেন আরও এক টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত প্রাচীন যুগের ক্রিকেট খেলেছে, বিদায় নিয়েছে ফাইনালে যাবার আগেই।
দ্য টেলিগ্রাফে মাইকেল ভন লিখেছেন, ‘সাদা বলের ক্রিকেট ইতিহাসে ভারত সবচেয়ে বাজে পারফর্ম করা দল।’
‘ক্রিকেট বিশ্বের যেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলে তারা বলে আইপিএল খেলা তাদেরকে কতটা উন্নত করেছে। তবে ভারত কি কখনও সাফল্য পেয়েছে? কিচ্ছু না, ভারত সাদা বলের ক্রিকেটে চলে না এমন ভাবে খেলে।’
রিশাব পান্টকে কার্যকর ভাবে ব্যবহার করতে না পারায় ভারতীয় টিম ম্যানেজমেন্টকে সমালোচনা করেন ৪৮ বছর বয়সী ভন।
তিনি বলেন, ‘কীভাবে তারা রিশাব পান্টের মতো ক্রিকেটারকে সর্বোচ্চ উপায়ে ব্যবহার করেনি তা বুঝতে পারি না। এই সময়ে তাকে উপরে খেলিয়ে সুবিধা নিতে হত। তাদের ভালো ক্রিকেটার আছে, তবে তারা তাদেরকে সঠিক জায়গায় কাজে লাগাচ্ছে না।’
‘কীভাবে তারা মাত্র ৫ বোলিং অপশন নিয়ে খেলছে। আপনারা মনে করতে পারবেন ১০-১৫ বছর আগে ভারতের সেরা ৬ এর প্রায় সবাই ই বোলিং করতে পারত- শচীন টেন্ডুলকার, সুরেশ রায়না, বীরেন্দর শেবাগ, এমনকি সৌরভ গাঙ্গুলিও।’
অধিনায়ক রোহিত শর্মার রণনীতির সমালোচনা করেন ভন। যুজবেন্দ্র চাহালকে না খেলানোর কারণ খুজে পাননি বলে জানান।
মাইকেল ভন মনে করেন কোন বিশেষজ্ঞ ভারতের বিপক্ষে সমালোচনা করেন না, কারণ তারা মনে করেন এমন করলে ভারতে কাজ করার সুযোগ হারাতে পারেন।
ভন বলেন, ‘কেউ ভারতকে নিয়ে সমালোচনা করে না। কারণ এতে আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে সবার আক্রমণের শিকার হবে, এবং পন্ডিতরা ভারতে কাজ হারানোর ভয়ে থাকেন।’
‘এখন সোজা কথা বলার সময় এসেছে। তারা তাদের কিংবদন্তিদের পেছনে লুকাতে পারে তবে দলকে সঠিকভাবে সাজাতে হবে। তাদের বোলিং অপশন খুব সীমিত, তারা লম্বা ব্যাট করে না, তাদের স্পিন ট্রিকও পর্যাপ্ত নয়।’