বিধানসভা নির্বাচনে লড়ার টিকিট পেলেন জাদেজার স্ত্রী

বিধানসভা নির্বাচনে লড়ার টিকিট পেলেন জাদেজার স্ত্রী
Vinkmag ad

ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার স্ত্রী রিভাবা জাদেজা রাজনীতির সঙ্গে যুক্ত আগে থেকেই। এবারে পেলেন গুজরাট বিধানসভা নির্বাচনে লড়ার টিকিট।

গুজরাটের জামনগর নর্থ আসন থেকে বিজেপি (ভারতীয় জনতা পার্টি) এর প্রতিনিধিত্ব করবেন জাদেজা পত্নী।

২০১৯ সালে বিজেপিতে যোগ দিয়েছিলেন রিভাবা জাদেজা। গেল কয়েক বছরে দলের হয়ে বিভিন্ন কর্মকান্ডে অংশ নিয়েছিলেন তিনি। ২০১৯ সালের জুনে রবীন্দ্র জাদেজাও জানিয়েছিলেন তিনি বিজেপিকে সমর্থন করেন।

স্ত্রীর নির্বাচনে লড়ার টিকিট পাবার খবর পেয়ে স্ত্রীকে অভিনন্দন জানিয়ে জাদেজা ধন্যবাদ দিয়েছেন নরেন্দ্র মোদি ও অমিত শাহকে।

টুইট বার্তায় তিনি লেখেন, ‘বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিট পাওয়াতে আমার স্ত্রীকে অভিনন্দন। তোমার কঠোর পরিশ্রমের জন্য আমি গর্বিত। আমার শুভকামনা তোমার জন্য থাকবে যাতে তুমি সমাজের উন্নতিতে কাজ করতে পারো। আমি মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি ও শ্রী অমিত শাহকে ধন্যবাদ জানাচ্ছি তার সামর্থ্যে বিশ্বাস রাখায় ও তাকে এই সুযোগ দেওয়ায়।

৯৭ ডেস্ক

Read Previous

চার হাজারি ক্লাবের প্রথম সদস্য কোহলি

Read Next

ভারতকে উড়িয়ে ফাইনালে পাকিস্তানের সঙ্গী ইংল্যান্ড

Total
1
Share