চার হাজারি ক্লাবের প্রথম সদস্য কোহলি

চার হাজারি ক্লাবের প্রথম সদস্য কোহলি
Vinkmag ad

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম ক্রিকেটার হিসাবে ৪০০০ রানের গন্ডি পার করলেন ভারতীয় তারকা ব্যাটার ভিরাট কোহলি। ২০১০ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টি অভিষেকের পর আজ (১০ নভেম্বর, ২০২২) ৪০০০ রানের মালিক হলেন কোহলি।

অ্যাডিলেড ওভালে ইংল্যান্ডের বিপক্ষে সেমি ফাইনালে নামার আগে কোহলির রান ছিল ৩৯৫৮। ইংল্যান্ডের বিপক্ষে ৪২ রান করলেই ৪০০০ রান পূর্ণ হত তার। লিয়াম লিভিংস্টোনকে চার মেরে ৪০০০ পার করেন তিনি। 

৪০০০ রান করার পথে ভিরাট কোহলি খেলেছেন ১১৫ ম্যাচ, ব্যাট করেছেন ১০৭ ইনিংসে। এই ফরম্যাটে তার গড় ৫০ ছাড়ানো, স্ট্রাইক রেট ১৪০ ছুঁইছুঁই।

৪০০০ রানের খুব কাছাকাছি আছেন তার সতীর্থ রোহিত শর্মা। ১৪৮ ম্যাচের ১৪০ ইনিংসে ব্যাট করে ৩৮৫৩ রান আছে তার ঝুলিতে।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের মালিক-

১. ভিরাট কোহলি (ভারত)- ৪০০০*
২. রোহিত শর্মা (ভারত)- ৩৮৫৩
৩. মার্টিন গাপটিল (নিউজিল্যান্ড)- ৩৫৩১
৪. বাবর আজম (পাকিস্তান)- ৩৩২৩
৫. পল স্টারলিং (আয়ারল্যান্ড)- ৩১৮১

৬. অ্যারন ফিঞ্চ (অস্ট্রেলিয়া)- ৩১২০
৭. ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া)- ২৮৯৪
৮. মোহাম্মদ রিজওয়ান (পাকিস্তান)- ২৬২০
৯. মোহাম্মদ হাফিজ (পাকিস্তান)- ২৫১৪
১০. জস বাটলার (ইংল্যান্ড)- ২৪৯৬।

৯৭ ডেস্ক

Read Previous

ফাইনালে পাকিস্তানের সঙ্গী হবে কোন দল, জানালেন পিটারসেন

Read Next

বিধানসভা নির্বাচনে লড়ার টিকিট পেলেন জাদেজার স্ত্রী

Total
28
Share