

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম ক্রিকেটার হিসাবে ৪০০০ রানের গন্ডি পার করলেন ভারতীয় তারকা ব্যাটার ভিরাট কোহলি। ২০১০ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টি অভিষেকের পর আজ (১০ নভেম্বর, ২০২২) ৪০০০ রানের মালিক হলেন কোহলি।
অ্যাডিলেড ওভালে ইংল্যান্ডের বিপক্ষে সেমি ফাইনালে নামার আগে কোহলির রান ছিল ৩৯৫৮। ইংল্যান্ডের বিপক্ষে ৪২ রান করলেই ৪০০০ রান পূর্ণ হত তার। লিয়াম লিভিংস্টোনকে চার মেরে ৪০০০ পার করেন তিনি।
VIRAT KOHLI ????
He becomes the first player to cross 4⃣0⃣0⃣0⃣ T20I runs!#T20WorldCup | #INDvENG | ????: https://t.co/HlaLdeP00a pic.twitter.com/PHhDhtWDMz
— T20 World Cup (@T20WorldCup) November 10, 2022
৪০০০ রান করার পথে ভিরাট কোহলি খেলেছেন ১১৫ ম্যাচ, ব্যাট করেছেন ১০৭ ইনিংসে। এই ফরম্যাটে তার গড় ৫০ ছাড়ানো, স্ট্রাইক রেট ১৪০ ছুঁইছুঁই।
৪০০০ রানের খুব কাছাকাছি আছেন তার সতীর্থ রোহিত শর্মা। ১৪৮ ম্যাচের ১৪০ ইনিংসে ব্যাট করে ৩৮৫৩ রান আছে তার ঝুলিতে।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের মালিক-
১. ভিরাট কোহলি (ভারত)- ৪০০০*
২. রোহিত শর্মা (ভারত)- ৩৮৫৩
৩. মার্টিন গাপটিল (নিউজিল্যান্ড)- ৩৫৩১
৪. বাবর আজম (পাকিস্তান)- ৩৩২৩
৫. পল স্টারলিং (আয়ারল্যান্ড)- ৩১৮১
৬. অ্যারন ফিঞ্চ (অস্ট্রেলিয়া)- ৩১২০
৭. ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া)- ২৮৯৪
৮. মোহাম্মদ রিজওয়ান (পাকিস্তান)- ২৬২০
৯. মোহাম্মদ হাফিজ (পাকিস্তান)- ২৫১৪
১০. জস বাটলার (ইংল্যান্ড)- ২৪৯৬।