ফাইনালে পাকিস্তানের সঙ্গী হবে কোন দল, জানালেন পিটারসেন

ফাইনালে পাকিস্তানের সঙ্গী হবে কোন দল, জানালেন পিটারসেন
Vinkmag ad

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ এর ফাইনালের এক দল নিশ্চিত হয়েছে গতকাল। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনাল খেলা নিশ্চিত করেছে পাকিস্তান। আজ অ্যাডিলেড ওভালে ফাইনালে যাবার লড়াইয়ে একে অপরের বিপক্ষে লড়বে ভারত ও ইংল্যান্ড।

মহারণের আগে ভবিষ্যৎবাণী করেছেন ইংল্যান্ড দলের সাবেক অধিনায়ক কেভিন পিটারসেন। তিনি মনে করেন মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ১৩ নভেম্বরের ফাইনালে পাকিস্তানের সঙ্গী হবে ইংল্যান্ড।

এক টুইটে তিনি লেখেন, ‘আমি মনে করি ইংল্যান্ড বনাম পাকিস্তান ফাইনাল হবে। যেমনটা আমি আমার কলামে লিখেছিলাম।’

এর আগে ২০১০ সালে প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমি ফাইনালে খেলেছিলো ইংল্যান্ড। সেবার শিরোপা জিতেছিলো তারা, টুর্নামেন্ট সেরা হয়েছিলেন কেভিন পিটারসেন।

২০১৬ বিশ্বকাপের সেমিফাইনালে উঠেও ফাইনাল খেলেছিল ইংল্যান্ড, সেদফা অবশ্য ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে রানার আপ হতে হয়েছিলো তাদের। এরপর গত বিশ্বকাপে সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে বিদায় নিয়েছিলো ইংলিশরা।

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরের (২০০৭) শিরোপা জেতা ভারত ২০১৪ বিশ্বকাপে হয়েছিলো রানার আপ। ২০১৬ বিশ্বকাপে সেমি ফাইনালে হেরেছিলো ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

৯৭ ডেস্ক

Read Previous

পারফেক্ট ‘১০’ দিয়ে রমিজ বলছেন, ‘আবার আসছি’

Read Next

চার হাজারি ক্লাবের প্রথম সদস্য কোহলি

Total
38
Share