পারফেক্ট ‘১০’ দিয়ে রমিজ বলছেন, ‘আবার আসছি’

রমিজ রাজা
Vinkmag ad

১৯৯২ ক্রিকেট বিশ্বকাপ হয়েছিল অস্ট্রেলিয়াতে। সেবার সেমি ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে মেলবোর্নে ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে শিরোপা জিতেছিলো পাকিস্তান। সেই দলের অংশ ছিলেন রমিজ রাজা। ২০২২ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপেও সেমি ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠেছে পাকিস্তান, যেখানে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানের ভূমিকায় রমিজ।

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে নিউজিল্যান্ডের বিপক্ষে সেমি ফাইনালে পাকিস্তান ছিলো দুর্দান্ত। আগে বোলিং করে নিউজিল্যান্ডকে ১৫২ রানে আটকে দেয় পাকিস্তান। কোন বোলার ওয়াইড বা নো বল করেননি।

পরে ব্যাট হাতে বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের শতরানের জুটি, শেষে মোহাম্মদ হারিস- শান মাসুদের ফিনিশিং টাচ। পাকিস্তান যেনো যা করতে চেয়েছে তাই পেরেছে।

এমন ম্যাচের পর টুইটারে রমিজ রাজা লিখেছেন, ‘একটি পারফেক্ট ১০। পাকিস্তান আজ যা করেছে তা বিশ্বের খুব কম দল করতে পারত। মেলবোর্ন, আমরা আবার আসছি।’ সাথে ১৯৯২ বিশ্বকাপের হ্যাশট্যাগ জুড়ে দিয়েছেন তিনি।

৯৭ ডেস্ক

Read Previous

দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ পারফরম্যান্স পর্যালোচনা করবে সিএসএ

Read Next

ফাইনালে পাকিস্তানের সঙ্গী হবে কোন দল, জানালেন পিটারসেন

Total
14
Share