• জুন ১০, ২০২৩

দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ পারফরম্যান্স পর্যালোচনা করবে সিএসএ

1 3
Vinkmag ad

নেদারল্যান্ডসের কাছে অনাকাঙ্ক্ষিত পরাজয়ের পর প্রোটিয়ারা গ্রুপ পর্ব থেকে বাদ পড়ে। ক্রিকেট দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি বিশ্বকাপে জাতীয় পুরুষ দলের পারফরম্যান্সের পর্যালোচনা করবে, খেলোয়াড়দের আরেকটি বড় হতাশার আগে সমস্যা খতিয়ে দেখতে চায় সিএসএ।

দক্ষিণ আফ্রিকার ক্রিকেটের পরিচালক (ডিওসি) এনোক এনকেওয়ে অস্ট্রেলিয়া থেকে দল আগমনের পরে গণমাধ্যমের সামনে বিশ্বকাপে ব্যর্থতার ইস্যুতে কথা বলেন,

‘এটি গুরুত্বপূর্ণ যে আমরা যা ঘটেছে তা পর্যালোচনা করি। পর্যালোচনাটি অত্যন্ত ক্লিনিক্যাল কিনা তা নিশ্চিত করার জন্য আমরা একটি প্যানেল একসাথে রাখার প্রক্রিয়ার মধ্যে আছি।’

‘তবে ফোকাস রিসেট বোতামে আঘাত করছে এবং অতীতের দিকে নজর দিচ্ছে না। এটা গুরুত্বপূর্ণ যে আমরা একটি অধ্যায় বন্ধ করে দেখি এবং সামনে কী আছে।’

নেদারল্যান্ডসের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় দক্ষিণ আফ্রিকা। এই বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা পাঁচ ইনিংসে মাত্র ৭০ রান করেছেন।

৯৭ ডেস্ক

Read Previous

২৩ ডিসেম্বর কোচিতে আইপিএল নিলাম

Read Next

পারফেক্ট ‘১০’ দিয়ে রমিজ বলছেন, ‘আবার আসছি’

Total
28
Share