২৩ ডিসেম্বর কোচিতে আইপিএল নিলাম

আইপিএল নিলাম শেষে যেমন হল '১০' দলের স্কোয়াড
Vinkmag ad

আইপিএল ২০২৩ এর নিলাম আগামী ২৩শে ডিসেম্বর কোচিতে অনুষ্ঠিত হবে। তবে এবারের নিলামটি হবে ছোট আকারে।

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) নিলামের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে, ২৩ ডিসেম্বর আসন্ন আইপিএল আসরের জন্য মিনি নিলাম হবে। এর জন্য স্থান নির্ধারণ করা হয়েছে কোচি।

প্লেয়ার্স ড্রাফটে বাড়ছে দলগুলোর বাজেটও। নিলামে প্রতিটি দলের বাজেট হবে ৯৫ কোটি ভারতীয় রূপি। গত বছরের চেয়ে ৫ কোটি বেশি খরচ করতে পারবে।

‘হোম অ্যান্ড অ্যাওয়ে’ পদ্ধতিতে ফিরছে আইপিএল। আগামী মৌসুম থেকে ১০টি দল নিজেদের ও প্রতিপক্ষের নির্দিষ্ট ভেন্যুতেই গ্রুপ পর্বের ম্যাচগুলো খেলবে।

৯৭ ডেস্ক

Read Previous

জাতীয় লিগে ৩ রানের জন্য সেঞ্চুরি মিস মুশফিকের

Read Next

দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ পারফরম্যান্স পর্যালোচনা করবে সিএসএ

Total
1
Share