

আইপিএল ২০২৩ এর নিলাম আগামী ২৩শে ডিসেম্বর কোচিতে অনুষ্ঠিত হবে। তবে এবারের নিলামটি হবে ছোট আকারে।
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) নিলামের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে, ২৩ ডিসেম্বর আসন্ন আইপিএল আসরের জন্য মিনি নিলাম হবে। এর জন্য স্থান নির্ধারণ করা হয়েছে কোচি।
প্লেয়ার্স ড্রাফটে বাড়ছে দলগুলোর বাজেটও। নিলামে প্রতিটি দলের বাজেট হবে ৯৫ কোটি ভারতীয় রূপি। গত বছরের চেয়ে ৫ কোটি বেশি খরচ করতে পারবে।
‘হোম অ্যান্ড অ্যাওয়ে’ পদ্ধতিতে ফিরছে আইপিএল। আগামী মৌসুম থেকে ১০টি দল নিজেদের ও প্রতিপক্ষের নির্দিষ্ট ভেন্যুতেই গ্রুপ পর্বের ম্যাচগুলো খেলবে।
Tags: আইপিএল আইপিএল নিলাম