রোহিত-কোহলিদের আগে বাংলাদেশে আসছে ভারত ‘এ’ দল

রোহিত-কোহলিদের আগে বাংলাদেশে আসছে ভারত 'এ' দল
Vinkmag ad

আগামী ৪ ডিসেম্বর থেকে ঘরের মাঠে ভারতের বিপক্ষে ওয়ানডে ও টেস্ট সিরিজ (৩ ওয়ানডে ও ২ টেস্ট) খেলবে বাংলাদেশ। ভিরাট কোহলি-রোহিত শর্মাদের আগে বাংলাদেশ সফর করবে ভারত এ দল।

২ টি অনানুষ্ঠানিক চারদিনের ম্যাচ খেলতে বাংলাদেশ আসবে ভারতীয় এ দল। ২৫ নভেম্বর বাংলাদেশে আসবে তারা।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই সফরের সূচি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যদিও ম্যাচ দুইটি কোন ভেন্যুতে হবে তা এখনও নিশ্চিত করেনি বোর্ড।

ভারতীয় এ দলের বাংলাদেশ সফরের সূচি-

বাংলাদেশে আসবে- ২৫ নভেম্বর, ২০২২

অনুশীলন- ২৬-২৮ নভেম্বর, ২০২২

১ম চার দিনের ম্যাচ- ২৯ নভেম্বর-২ ডিসেম্বর, ২০২২

২য় চার দিনের ম্যাচ- ৬-৯ ডিসেম্বর, ২০২২।

ভারতীয় এ দলের এই সফরের বহরে থাকতে পারেন একাধিক ভারতীয় টেস্ট দলের ক্রিকেটার।

উল্লেখ্য, ৪, ৭ ও ১০ ডিসেম্বরে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে বাংলাদেশ ও ভারতের মধ্যকার ৩ ওয়ানডে। ১৪ তারিখ থেকে শুরু হতে যাওয়া ১ম টেস্ট মাঠে গড়াবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ২২ তারিখ শুরু হবে ২য় টেস্ট, শেষ টেস্ট খেলতে চট্টগ্রাম থেকে মিরপুরে ফিরবে দুই দল।

২৭ ডিসেম্বর বাংলাদেশ ত্যাগ করবে ভারত।

বাংলাদেশের বিপক্ষে ভারতের টেস্ট স্কোয়াড-

রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ অধিনায়ক), শুবমান গিল, চেতেশ্বর পুজারা, ভিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, রিশাব পান্ট (উইকেটরক্ষক), কেএস ভারত (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, আক্সার প্যাটেল, কুলদ্বীপ যাদব, শারদুল ঠাকুর, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ ও উমেশ যাদব।

৯৭ প্রতিবেদক

Read Previous

র‍্যাংকিংয়ে নাসুম-লিটনের উন্নতি

Read Next

সেই বাবর-রিজওয়ানের ব্যাটে চড়েই ফাইনালে পাকিস্তান

Total
1
Share