

শ্রীলঙ্কার স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা টি-টোয়েন্টি র্যাংকিংয়ে শীর্ষস্থান ফিরে পেয়েছেন। আইসিসির হালনাগাদকৃত র্যাংকিংয়ে ব্যাটারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের সুরিয়াকুমার যাদব। উন্নতি হয়েছে বাংলাদেশের নাসুম আহমেদ ও লিটন দাসের।
ইংল্যান্ডের বিপক্ষে ২৩ রান খরচে ২ উইকেট নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৫ উইকেট নিয়ে শেষ করেছেন হাসারাঙ্গা। আর এতে আফগান লেগ স্পিনার রাশিদ খানকে টপকে শীর্ষে উঠেছেন হাসারাঙ্গা।
বাংলাদেশের বিপক্ষে ৩০ ও জিম্বাবুয়ের বিপক্ষে ২৫ বলে ৬১ রানের ইনিংস খেলে ব্যাটারদের মধ্যে নিজের শীর্ষস্থান ধরে রেখেছেন সুরিয়াকুমার যাদব।
আফগানিস্তানের বিপক্ষে ২ টি করে উইকেট নিয়ে সেরা ১০ এর মধ্যে উপরে উঠেছেন অ্যাডাম জাম্পা ও জশ হ্যাজেলউড।
২০ ধাপ এগিয়ে ২২ নম্বরে আছেন পাকিস্তানের শাহীন শাহ আফ্রিদি। ৪ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ২৩ নম্বর অবস্থানে আছেন আর্শদ্বীপ সিং।
এগিয়েছেন বাংলাদেশের নাসুম আহমেদ। ৬ ধাপ এগিয়ে ২৬ নম্বরে আছেন তিনি। নিউজিল্যান্ডের লকি ফার্গুসন ২ ধাপ এগিয়ে আছেন ৩০ নম্বরে। দক্ষিণ আফ্রিকার ওয়েইন পারনেল ১২ ধাপ এগিয়ে আছেন ৩৭ নম্বরে। আফগানিস্তানের নাভিন উল হক ২০ ধাপ এগিয়ে আছেন ৪১ নম্বরে।
ব্যাটারদের মধ্যে বাংলাদেশের লিটন দাস ৫ ধাপ এগিয়ে আছেন ৩১ নম্বরে। শ্রীলঙ্কার পাথুম নিসাঙ্কা ১০ নম্বরে উঠে এসেছেন। নিউজিল্যান্ডের ফিন অ্যালেন ৬ ধাপ এগিয়ে আছেন ১৫ নম্বরে। ভারতের লোকেশ রাহুল ৫ ধাপ এগিয়ে আছেন ১৬ নম্বরে।
অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল ৭ ধাপ এগিয়ে আছেন ৩৩ নম্বরে। ইংল্যান্ডের অ্যালেক্স হেলস ৩৬ ধাপ এগিয়ে আছেন ৩৪ নম্বরে।
অলরাউন্ডারের র্যাংকিংয়ে শীর্ষস্থানে আছেন যথারীতি বাংলাদেশের সাকিব আল হাসান। ২ ধাপ এগিয়ে ক্যারিয়ার সের ৪ নম্বরে আছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা।
আইসিসির হালনাগাদকৃত র্যাংকিংয়ে শীর্ষ ব্যাটার (সেরা ১০)-
১. সুরিয়াকুমার যাদব (ভারত)- ৮৬৯
২. মোহাম্মদ রিজওয়ান (পাকিস্তান)- ৮৩০
৩. ডেভন কনওয়ে (নিউজিল্যান্ড)- ৭৭৯
৪. বাবর আজম (পাকিস্তান)- ৭৬২
৫. এইডেন মার্করাম (দক্ষিণ আফ্রিকা)- ৭৪৮
৬. ডেভিড মালান (ইংল্যান্ড)- ৭৩৪
৭. গ্লেন ফিলিপস (নিউজিল্যান্ড)- ৬৯৭
৮. রাইলি রুশো (দক্ষিণ আফ্রিকা)- ৬৯৩
৯. অ্যারন ফিঞ্চ (অস্ট্রেলিয়া)- ৬৮০
১০. পাথুম নিসাঙ্কা (শ্রীলঙ্কা)- ৬৭৩
আইসিসির হালনাগাদকৃত র্যাংকিংয়ে শীর্ষ বোলার (সেরা ১০)-
১. ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা)- ৭০৪
২. রাশিদ খান (আফগানিস্তান)- ৬৯৮
৩. জশ হ্যাজেলউড (অস্ট্রেলিয়া)- ৬৯০
৪. তাব্রাইজ শামসি (দক্ষিণ আফ্রিকা)- ৬৮১
৫. অ্যাডাম জাম্পা (অস্ট্রেলিয়া)- ৬৭৮
৬. মুজিব উর রহমান (আফগানিস্তান)- ৬৭৭
৭. স্যাম কারেন (ইংল্যান্ড)- ৬৬৪
৮. আদিল রশিদ (ইংল্যান্ড)- ৬৬৩
৯. আনরিখ নরকিয়া (দক্ষিণ আফ্রিকা)- ৬৫৯
১০. মাহিশ থিকশানা (শ্রীলঙ্কা)- ৬৫৫
আইসিসির হালনাগাদকৃত র্যাংকিংয়ে শীর্ষ অলরাউন্ডার (সেরা ৫)-
১. সাকিব আল হাসান (বাংলাদেশ)- ২৫২
২. মোহাম্মদ নবি (আফগানিস্তান)- ২৩৩
৩. হার্দিক পান্ডিয়া (ভারত)- ১৮৭
৪. সিকান্দার রাজা (জিম্বাবুয়ে)- ১৮৪
৫. জে জে স্মিট (নামিবিয়া)- ১৭৪।