কোলকাতার কোচিং স্টাফে ফস্টারের জায়গা নিলেন ডেসকোট

কোলকাতার কোচিং স্টাফে ফস্টারের জায়গা নিলেন ডেসকোট
Vinkmag ad

দুইবার আইপিএল (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) এর শিরোপা জেতা কোলকাতা নাইট রাইডার্স (কেকেআর) তাদের কোচিং স্টাফে নেদারল্যান্ডসের সাবেক ক্রিকেটার রায়ান টেন ডেসকোটকে যুক্ত করেছে। ফ্র্যাঞ্চাইজিটির ফিল্ডিং কোচ হিসাবে কাজ করবেন তিনি।

৪২ বছর বয়সী রায়ান টেন ডেসকোট কেকেআরের শিরোপা জয়ী স্কোয়াড (২০১২ ও ২০১৪) এর অংশ ছিলেন। তিনি জেমস ফস্টারের জায়গা নিয়েছেন। এদিকে পদোন্নতি হয়েছে জেমস ফস্টারের। দলটির সহকারী কোচের দায়িত্ব পালন করবেন তিনি।

রায়ান টেন ডেসকোট গেলবছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন। তাছাড়া কাউন্টি ক্রিকেটে এসেক্সের সঙ্গেও সম্পর্ক ছিন্ন করেন।

৪২ বছর বয়সী ফস্টার পেশাদার ক্রিকেট থেকে অবসরে যান ২০১৮ তে। ১৯ বছরের ক্রিকেট ক্যারিয়ারের ইতি টেনেই পেশাদার কোচ হিসেবে নাম লেখান। খেলা ছাড়ার আগে থেকেই বিভিন্ন দলের সহকারী কোচ হিসেবেও দায়িত্বে পালন করেছেন ইংল্যান্ডের হয়ে ৭ টেস্ট, ১১ ওয়ানডে ও ৫ টি-টোয়েন্টি খেলা এই ক্রিকেটার।

এসেক্সের হয়ে কাউন্টি খেলা ফস্টার তার সময়কার সেরা কিপারদের একজন। উইকেটের পেছনে এসেক্সের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে তার ৯০১ ডিসমিসাল এখনো পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ। এসেক্সের হয়ে এর চেয়ে বেশি ডিসমিসাল আছে কেবল ব্রায়ান টেলরের।

৯৭ ডেস্ক

Read Previous

বৃহস্পতিবার কোহলিকে ছুটি নিতে বললেন পিটারসেন!

Read Next

আইসিসি হল অব ফেমে কাদির-এডওয়ার্ডস-চন্দরপল

Total
5
Share