

ইংল্যান্ডের সাবেক অধিনায়ক কেভিন পিটারসেন ভারতীয় ব্যাটার ভিরাট কোহলিকে অনুরোধ করেছেন বৃহস্পতিবার ডে অফ নিতে! কারণ ঐদিন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ এ ইংল্যান্ডের মুখোমুখি হবে ভারত।
অন্যান্য আসরের ন্যায় টি-টোয়েন্টি বিশ্বকাপের এই আসরেও ফর্মের তুঙ্গে আছেন ভিরাট কোহলি। সুপার টুয়েলভে তার চেয়ে বেশি রান করতে পারেনি আর কেউই। ৫ ম্যাচে ৩ ফিফটিতে করেছেন ২৪৬ রান। ভারতকে সেমিফাইনালে তুলতে সুরিয়াকুমার যাদবের সঙ্গে বড় অবদান রেখেছেন তিনিই।
সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ভারতের ম্যাচ অ্যাডিলেড ওভালে। অস্ট্রেলিয়ার এই গ্রাউন্ডকে হাতের তালুর মত চেনা ভিরাট কোহলির, ভালোবাসেন এখানে রান করতে। বৃহস্পতিবার নিজের সেরাটাই দিতে চাইবেন ভিরাট।
সেমি ফাইনালের আগে নেটে কিছু সময় কাটান কোহলি। অনুশীলনে ব্যাটিং করার কিছু মুহূর্ত প্রকাশ করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে মন্তব্য করেন পিটারসেন।
View this post on Instagram
সেখানে কমেন্টে কেভিন পিটারসেন লেখেন, ‘দয়া করে বৃহস্পতিবার ছুটি নাও। তুমি জানো আমি তোমাকে ভালোবাসি তবে বৃহস্পতিবার দয়া করে কেবল চিল করো।’