শাহরুখ খানের ঝড়ো সেঞ্চুরিতে ফের হারল মিঠুনরা

শাহরুখ খানের ঝড়ো সেঞ্চুরিতে ফের হারল মিঠুনরা
Vinkmag ad

তামিলনাড়ু একাদশের বিপক্ষে প্রথম ম্যাচে ১১ রানে হারা বিসিবি একাদশ দ্বিতীয় ওয়ানডেতে বৃষ্টি আইনে হারলো ৫৮ রানে। তামিলনাড়ুর হয়ে ঝড়ো সেঞ্চুরি হাঁকিয়েছেন শাহরুখ খান, বিসিবি একাদশের মান বাঁচানো ইনিংস তৌহিদ হৃদয়ের।

চেন্নাই চিদাম্বরম স্টেডিয়ামে আগে ব্যাট করে ৪৭ ওভারে ৬ উইকেটে ৩০৬ রানের পুঁজি তামিলনাড়ু একাদশের। ৬৯ বলে ১০০ রানে অপরাজিত ছিলেন শাহরুখ। ডিএলএস মেথডে বিসিবি একাদশের জন্য ৪৭ ওভারে সমীকরণ ৩১০। তবে মাঝে আরেক দফা বৃষ্টিতে লক্ষ্য ঠিক হয় ৪০ ওভারে ২৫২। বাংলাদেশ থামে ৬ উইকেটে ১৯৪ রানে, হৃদয় অপরাজিত ৭৩ রানে।

তামিলনাড়ু বড় সংগ্রহ পায় শাহরুখের সেঞ্চুরি ছাড়াও টপ, মিডল অর্ডারের কার্যকরী ইনিংসে। ওপেনার সুরিয়া প্রকাশ ৪২, তিন নম্বরে নামা সুনদরসেন ৪০, ইন্দ্রজিত ২০, চতুর্দেব ২৬ রান করেন। লোয়ার মিডলে সঞ্জয় যাদব সমান তিনটি করে চার, ছক্কায় ২৬ বলেই খেলেন ৩৯ রানের ইনিংস।

তবে সব ছাপিয়ে নায়ক ম্যাচের নায়ক শাহরুখ ছিলেন দুর্দান্ত। ৪৭ বলে ৪ চার ১ ছক্কায় ফিফটি হাঁকিয়ে পরের ৫০ রান করছেন স্রেফ ২২ বলে। শেষ পর্যন্ত অপরাজিত ৬৯ বলে ৭ চার ৪ ছক্কায় ১০০ রানে।

বিসিবি একাদশের হয়ে একটি করে উইকেট ভাগাভাগি খালেদ আহমেদ, রেজাউর রহমান রাজা, সাইফ হাসান ও এনামুল হক বিজয়ের।

শুরুতে ৩১০ ও মাঝে ঠিক হওয়া ২৫২ রানের লক্ষ্য তাড়ার মতো পরিস্থিতিতে বিসিবি একাদশকে পাওয়া যায়নি। ওপেনার মাহমুদুল হাসান জয় আরেক দফা ব্যর্থ, ফিরেছেন খালি হাতে। ৩৩ বলে বিজয়ের ব্যাটে ২৪। সাইফ হাসান ৩০ রান করলেও মুমিনুল হক (৬) ও অধিনায়ক মিঠুন (১) ফের ব্যর্থ।

৬৫ রানে ৫ উইকেট হারানো বিসিবি একাদশ যা একটু পথে রাখেন তৌহিদ হৃদয় ও জাকের আলি অনিক। আগের মাঝে তাইজুল ইসলাম ১৬ রান করে আউট হলে ৬ উইকেটে ১০৮ রানে পরিণত হয় সফরকারীরা।

সেখান থেকে জাকের-হৃদয়ের ৯৬ রানের অবিচ্ছেদ্য জুটি। ৪০ ওভারে ৬ উইকেটে বাংলাদেশ থামে ১৯৪ রানে। হৃদয় ৭৫ বলে ৬ চার ১ ছক্কায় ৭৩ ও জাকের ৪৯ বলে ২ চারে ৩৬ রানে অপরাজিত ছিলেন।

৯৭ ডেস্ক

Read Previous

জাতীয় লিগে একদিনে পাঁচ সেঞ্চুরি

Read Next

বৃহস্পতিবার কোহলিকে ছুটি নিতে বললেন পিটারসেন!

Total
3
Share