

সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান ছাড়া বাংলাদেশের কেউই নিয়মিত আইপিএল (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) খেলেননি। আব্দুর রাজ্জাক, মোহাম্মদ আশরাফুল, মাশরাফি বিন মর্তুজারা এক আসরের বেশি সুযোগ পাননি। তামিম ইকবাল তো দল পেয়েও ম্যাচ খেলতে পারেননি।
দল পেতে পারতেন বাংলাদেশের গতিতারকা তাসকিন আহমেদও। গেলবার আইপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি লখনৌ সুপার জায়ান্টস পেতে চেয়েছিলো তাসকিনকে। তবে বোর্ডের নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) না পেয়ে লখনৌর ডাকে সাড়া দেওয়া হয়নি তার।
এবারে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ এ বল হাতে দাপট দেখিয়েছেন তাসকিন, বিশেষ করে নতুন বলে। ৫ ম্যাচে ৮ উইকেট নিয়ে বাংলাদেশের সফলতম বোলার তাসকিনই।
View this post on Instagram
তাসকিনের বোলিংয়ে মুগ্ধ ভারতের সাবেক ক্রিকেটার, বর্তমানে ধারাভাষ্যকার ও বিশ্লেষক আকাশ চোপড়া। তার মতে আইপিএলে দল পেতে পারেন তাসকিন।
নিজের ইউটিউব চ্যানেলে আকাশ চোপড়া জানান ডেথ বোলিংয়ে তাসকিন খরুচে হতে পারেন বটে। তবে তাকে বুঝে শুনে ব্যবহার করলে তিনি প্রতি ম্যাচে ৩ টি করে উইকেট পেতে পারেন।
আকাশ চোপড়া বলেন, ‘তাসকিন আহমেদ কেমন হয়? ভালো বোলার, খুবই ভালো বোলার- যে গতিতে সে বল করে…। গেলোবারেই লখনৌ সুপার জায়ান্টস তাকে নিতে চেয়েছিলো। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেবার তাকে এনওসি দেয়নি।’
‘এবার যদি এনওসি দেয় তাহলে নতুন বলে সে খুবই ভালো। এমন না যে অস্ট্রেলিয়ার উইকেট বলে সে ভালো করেছে। তাকে কেউ সহজে মারতে পারবে না। তার বিপক্ষে রান করতে আপনাকে অনেক ভালো ব্যাটিং করতে হবে, সহজ হবে না।’
‘হ্যাঁ, ডেথ বোলিংয়ে সে খরুচে হতে পারে। আপনি যদি তাকে দিয়ে পাওয়ার প্লে তে ৩ ওভার আর ১২-১৩ এর মধ্যে আরেক ওভার করান তাহলে আইপিএলে সে ম্যাচে ৩ উইকেট নিবে।’