সমালোচনার দিকে নজর দিইনি: শান্ত

'স্পেশাল' ইনিংস খেলে শান্ত বলছেন একদম চাপে ছিলেন না
Vinkmag ad

সেমি-ফাইনালের ভালো সুযোগ থাকলেও নিজেদের ব্যর্থতায় সুপার টুয়েলভেই শেষ বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন। স্কোয়াড ঘোষণার পরই যাকে নিয়ে সমালোচনা সেই নাজমুল হোসেন শান্তই দলের পক্ষে টুর্নামেন্টে সেরা ব্যাটার। সমালোচনা সামলে কীভাবে পারফর্ম করলেন গতরাতে (৭ নভেম্বর) দেশে ফিরে সে প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি।

সুপার টুয়েলভে বাংলাদেশ জিতেছে মাত্র ২ ম্যাচ, জয় ২ টি এসেছে নেদারল্যান্ডস ও জিম্বাবুয়ের বিপক্ষে। পুরো টুর্নামেন্টেই ব্যর্থ হয়েছে ব্যাটিং বিভাগ। বিশেষ করে মিডল অর্ডারের অবস্থা বেশ শোচনীয়। তবে এসবের ভীড়ে ৫ ম্যাচে দুই ফিফটি সহ সফল শান্ত।

বাঁহাতি এই ব্যাটার ৫ ম্যাচে ৩৬ গড়ে প্রায় ১১৫ স্ট্রাইক রেটে রান করেছেন ১৯০। যা এখন অব্দি টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় ৯ নম্বরে। বাংলাদেশের হয়ে আর মাত্র একজনই করতে পেরেছেন ১০০ রান, তিনি লিটন দাস। ৫ ম্যাচে তার রান ১২৭।

নিজের পারফরম্যান্স নিয়ে রাতে বিমানবন্দরে সাংবাদিকদের শান্ত বলেন, ‘আমাকে নিয়ে অনেক কথা হয়েছে। আসলে আমি ওদিকে একদম ফোকাসই দিইনি। আমি আমার খেলাতে মনোযোগ দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। বাট আমি মনে করি, এখান থেকে যেন আরও ভালো করতে পারি সামনে সেই চেষ্টা থাকবে।’

বাংলাদেশের সামনে সেমি-ফাইনালে যাওয়ার পথটা সহজ হত ভারতের বিপক্ষে ম্যাচে জিততে পারলেই। কিন্তু বৃষ্টিবিঘ্নিত ম্যাচটি ছিল বিতর্কে মোড়ানো, সহজ ম্যাচ কঠিন করে বাংলাদেশ হেরেছে ৫ রানে।

এরপরও সুযোগ ছিল পাকিস্তানকে হারাতে পারলে, সেক্ষেত্রে কিছু কঠিন সমীকরণ পাড়ি দিতে হত। তবে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে নেদারল্যান্ডস সে পথটাও সহজ করে দেয়, সমীকরণ দাঁড়ায় শুধু পাকিস্তানকে হারাতে পারলেই হবে। অথচ এমন ম্যাচেও হতাশ করেছে টাইগাররা, ব্যাটিং ব্যর্থতায় হেরেছে ৫ উইকেটে।

সুযোগ হাতছাড়া করা নিয়ে শান্ত যোগ করেন, ‘হতাশ বলব না, কারণ আমার মনে হয় না যে, কেউ এ রকমভাবে চিন্তা করছিল যে, সেমি-ফাইনালে যাওয়ার জন্য এরকম একটা সুযোগ তৈরি হবে, বিশ্বকাপ শুরুর আগে। আমরা ওটাই চিন্তা করছি যে, আমরা কত ভালো ক্রিকেট খেলতে পারি। অবশ্য যখন ওই সুযোগটা পেয়েছিলাম তখন সবার প্ল্যান ছিল । যদিও ওই সুযোগটা নিতে পারিনি। এই আত্মবিশ্বাস কাজে দেবে যখন আমরা পরবর্তী বিশ্বকাপে খেলব।’

৯৭ প্রতিবেদক

Read Previous

বড় ম্যাচের আগে রোহিতকে নিয়ে শঙ্কা

Read Next

শ্রীরামকে নিয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি বিসিবি

Total
1
Share