

দ্য ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এর ‘আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ’ পুরুষ বিভাগে অক্টোবর মাসের বিজয়ী ভারতের তারকা ব্যাটার ভিরাট কোহলি। আর নারীদের বিভাগ থেকে সেরা হলেন পাকিস্তানের নিদা দার।
কোহলির সঙ্গে মনোনয়নের শর্ট লিস্টে ছিলেন ডেভিড মিলার ও সিকান্দার রাজা। ভারতের ব্যাটার ভিরাট কোহলিকে ২০ ওভারের ফরম্যাটে কিছু অসামান্য পারফরম্যান্সের জন্য অক্টোবর মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত করা হয়েছে।
A batting stalwart wins the ICC Men’s Player of the Month award for October after some sensational performances 🌟
Find out who he is 👇
— ICC (@ICC) November 7, 2022
২০২২ সালের অক্টোবর মাসের বিজয়ীদের নাম ঘোষণা করে আইসিসি। ভিরাট কোহলি পুরুষ বিভাগে, আর নারী বিভাগ থেকে দুই ভারতীয় জেমিমাহ রদ্রিগেজ, দিপ্তী শর্মাকে টপকে জিতলেন পাকিস্তানি অলরাউন্ডার নিদা দার।
ভিরাট কোহলি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ৫৩ বলে অপরাজিত ৮২ রানের ইনিংস খেলেন। তাঁর ইনিংস সাজানো ছিল ছয়টি চার ও চারটি ছক্কায়। স্বপ্নের ফর্মে রয়েছেন কোহলি। পাকিস্তানের পর নেদারল্যান্ডসের বিরুদ্ধেও হাফ সেঞ্চুরি করলেন। ৪৪ বলে ৬২ রান করে থাকেন অপরাজিত। এর আগে গৌহাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে ভিরাট ৪৯ রানের অপরাজিত ইনিংস খেলেন।
Congratulations to @imVkohli – ICC Player of the Month for October 👏👏#TeamIndia pic.twitter.com/IEnlciVt9T
— BCCI (@BCCI) November 7, 2022
কোহলির প্রচেষ্টা ভারতকে মেগা ইভেন্টের সেমিফাইনালে পৌঁছানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এখন ১০ নভেম্বর অ্যাডিলেডে দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে ভারত।