

শ্রীলঙ্কা আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ থেকে বিদায় নিলেও এখনও অস্ট্রেলিয়াতে আছেন টপ অর্ডার ব্যাটার ধানুশকা গুনাথিলাকা। তবে সেটা অনাকাঙ্ক্ষিত কারণে। ধর্ষ’ণের অভিযোগে ৫ নভেম্বর সিডনিতে তাকে গ্রেফতার করা হয়।
পরে তাকে কোর্টে হাজির করা হয়। তবে এর মধ্যেই দুঃসংবাদ শুনলেন গুনাথিলাকা। শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) তাকে সব ধরণের ক্রিকেট থেকে নিষিদ্ধ ঘোষণা করেছে।
এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এসএলসি জানায়, ‘শ্রীলঙ্কা ক্রিকেটের কার্যনির্বাহী কমিটি সবধরণের ক্রিকেট থেকে অনতিবিলম্বে ধানুশকা গুনাথিলাকাকে নিষিদ্ধ করছে। এবং অস্ট্রেলিয়ায় যৌন নিপীড়নের দায়ে অভিযুক্ত ও গ্রেফতার হওয়া গুনাথিলাকাকে নির্বাচকরা আর বিবেচনা করবে না।’
শুধু এই ই নয়, এই ঘটনায় শ্রীলঙ্কা ক্রিকেট স্বপ্রণোদিত হয়ে তদন্ত করবে। অস্ট্রেলিয়ায় এই ইস্যুতে আইনি কাজ শেষে সে দোষী প্রমাণিত হলে শাস্তিও দেবে এসএলসি।
এসএলসি বলছে এমন ইস্যুতে তারা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরন করবে। এবং অস্ট্রেলিয়ায় আইনি কাজে তারা সর্বাত্মক সহযোগিতা করবে।
উল্লেখ্য, গুনাথিলাকা তিন সপ্তাহ আগে চোট পেয়েছিলেন এবং বিশ্বকাপে তার স্থলাভিষিক্ত হন আশেন বান্দারা। কিন্তু টিম ম্যানেজমেন্ট তাকে দেশে না পাঠিয়ে স্কোয়াডের সঙ্গেই রেখে দেয় অস্ট্রেলিয়ায়।
মেলবোর্নে শীর্ষস্থানীয় গণমাধ্যম হেরাল্ড সান স্পোর্ট গুনাথিলাকার গ্রেফতার ইস্যুতে বলছে, সিডনিতে ধর্ষ’ণের অভিযোগে তাদের একজন তারকাকে গ্রেপ্তারের মধ্য দিয়ে শ্রীলঙ্কার টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান ধ্বংসাত্মকভাবে শেষ হয়েছে।
আরও জানিয়েছে, ধানুশকা গুনাথিলাকার বিরুদ্ধে সিডনির পূর্বাঞ্চলে এক নারীকে যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। এরপর সিডনি পুলিশ তাৎক্ষণিকভাবে তাকে গ্রেফতার করে।
২৯ বছর বয়সী মহিলা যার সাথে ধানুশকার একটি ডেটিং অ্যাপের মাধ্যমে দেখা হয়েছিল, তিনি তার বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ করেছেন। চলতি সপ্তাহের শুরুর দিকে সিডনির একটি বাসায় এ ঘটনা ঘটে।
‘পুলিশ নিশ্চিত করেছে যে আন্তর্জাতিক ক্রিকেট তারকা ধানুশকা গুনাথিলাকাকে গত সপ্তাহে সিডনিতে কথিত ঘটনার জন্য রবিবার রাতে সাসেক্স স্ট্রিট হোটেল থেকে গ্রেপ্তার করা হয়। রোজ বে-তে একটি বাড়িতে ২৯ বছর বয়সী এক মহিলাকে যৌন নিপীড়ন করার অভিযোগ এসেছে।’
গুনাথিলাকা ২০১৮ সালে একই ধরনের ঘটনার সাথে জড়িত ছিলেন। এরপর শ্রীলঙ্কা ক্রিকেট তাকে অসদাচরণের জন্য নিষেধাজ্ঞা দিয়েছিল।