ইউ-টার্ন নিলেন শোয়েব আখতার

শোয়েব আখতার
Vinkmag ad

‘ভারত-পাকিস্তান ফাইনাল দেখতে চাই’- ইউ-টার্ন নিলেন শোয়েব আখতার। পাকিস্তান যদি নিউজিল্যান্ডকে হারায় এবং ভারত ইংল্যান্ডকে হারায়, তাহলে এমসিজিতে শিরোপার জন্য চিরপ্রতিদ্বন্দ্বীরা একে অপরের বিরুদ্ধে লড়বে।

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২’এর সুপার টুয়েলভ পর্বের শেষ দিনটি অনেকগুলি ফলাফল ছুড়ে দিয়েছে যা পুরো টুর্নামেন্টের বিন্যাস এবং কম্বিনেশনকে বদলে দিয়েছে। বোধহয় পাকিস্তানেরই সবচেয়ে বড় উপকার হয়েছে কারণ তারা নিজেদের শেষ চারে খুঁজে পেয়েছে! মাত্র এক সপ্তাহ আগেই, ভারত এবং জিম্বাবুয়ের কাছে পরাজয়ের পর তারা বিশ্বকাপ থেকে বিদায়ের পথে তাকিয়ে ছিল।

সুতরাং, কেবল দলের ভাগ্যই বদলায়নি, শোয়েব আখতারের মতো প্রাক্তন পাক ক্রিকেটার পাকিস্তানের সেমিফাইনালে যাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই হঠাৎ ইউ-টার্ন নিয়েছেন। এর আগে, আখতার মেন ইন গ্রিনকে (পাকিস্তান) আক্রমণ করে বলেছিলেন যে তারা প্রথম রাউন্ড থেকে বেরিয়ে যাবে। এবং সেমিফাইনালে হারার পর ভারত তাদের প্রতিবেশীদের পথ অনুসরণ করবে।

এখন তাকে বলতে শোনা যায় যে তিনি ভারত-পাকিস্তান ফাইনাল চান। শোয়েব আখতার তার ইউটিউব চ্যানেলে বলেন,

‘তারা আমাকে ভুল প্রমাণ করেছে। পাকিস্তান প্রথম রাউন্ড থেকেই বাদ পড়েনি। নেদারল্যান্ডসকে ধন্যবাদ। বাড়ি মেহেরবানি, আপকা বহুত শুকরিয়া। (আমরা আপনারদের কাছে কৃতজ্ঞ)। সাউথ আফ্রিকানরা, তুমি আমাদের বাঁচিয়েছ। তোমারা (পাকিস্তান দল) এটি প্রমাণ করেছ যে তোমাদের প্ল্যাটারে টুর্নামেন্ট ছিল।’

ভারত-পাকিস্তান ফাইনাল নিয়ে শোয়েবের বক্তব্য,

‘আমরা ফাইনালে আবার দেখা করতে চাই, এখন ভারত কেমন খেলবে সেটা নির্ভর করে। আমি একটি ভারত-পাকিস্তান ফাইনাল দেখতে চাই, এবং এটি সম্প্রচারকারী এবং আইসিসির জন্যও ভালো।’

‘তবে আমি আগেই বলেছিলাম যে পাকিস্তান এই সপ্তাহে দেশে ফিরবে। ভারত পরের সপ্তাহে ফিরবে। ওরা এত বড় দল নয়, সেমিফাইনালে হেরে ফিরে আসবে।’

৯৭ ডেস্ক

Read Previous

টেম্বা বাভুমা হলেন দক্ষিণ আফ্রিকার ‘ঘরে থাকা হাতি’

Read Next

সবধরণের ক্রিকেট থেকে নিষিদ্ধ হলেন গুনাথিলাকা

Total
3
Share