

অ্যাডিলেড ওভালে পাকিস্তানের বিপক্ষে ভার্চুয়াল কোয়ার্টার ফাইনালে পাত্তা পায়নি বাংলাদেশ দল। জিতলেই সেমি ফাইনাল নিশ্চিত এমন ম্যাচে ৫ উইকেটে হেরেছে সাকিব আল হাসানের দল। পাকিস্তানের বিশ্বকাপজয়ী দলের সদস্য, বর্তমানে ধারাভাষ্যকার ওয়াসিম আকরাম বলছেন দায় নিতে হবে বাংলাদেশ দলের ক্রিকেটারদেরই।
পাকিস্তানের স্পোর্টস চ্যানেল এ স্পোর্টসে আলোচনায় ওয়াসিম আকরাম বলেন, তিনি যদি বাংলাদেশ দলের অধিনায়ক (সাকিব আল হাসান) বা কোচ (শ্রীধরন শ্রীরাম) হতেন তাহলে দলের সবাইকে মনোবিদ দেখাতেন। এই কথা বলার কারণ ব্যাখ্যা করতে যেয়ে ওয়াসিম আকরাম দিয়েছেন নাজমুল হোসেন শান্তর উদাহরণ।
ওয়াসিম আকরাম বলেন, ‘বাংলাদেশ দলকে তাদের নিজেদেরকেই দায় নিতে হবে, তাদের নেওয়া উচিত। যদি আমি বাংলাদেশ দলের অধিনায়ক বা কোচ হতাম, তবে আমি দলের সবাইকে মনোবিদ দেখানো নিশ্চিত করতাম।’
‘কারণ, শান্ত একসময় ৫৪ রানে ব্যাট করছিলো। তখন দলের অবস্থা ভালো ছিলো। আমি ভাবছিলাম, তারা সিঙ্গেল নিয়ে খেললেও ১৬০ করে ফেলবে। শান্ত তখন ইফতিখারকে উইকেট ছেড়ে বেরিয়ে আজব শট খেলতে যেয়ে বোল্ড হলো। তখন যদি সে সিঙ্গেল নিতে থাকতো তাহলে দলের স্কোর ১৫৫ আরামে হয়ে যেতো। তবে এরপর আর কেউ টেকেইনি।’
পাকিস্তানের পক্ষে এদিন ৪ উইকেট নেন শাহীন শাহ আফ্রিদি। বাবর আজম আফ্রিদিকে ১৭ তম ওভারে বোলিংয়ে আনেন। সেই ওভারে মোসাদ্দেক হোসেন সৈকত ও নুরুল হাসান সোহান সাজঘরে ফেরেন। ওয়াসিম আকরামের মতে ঐ ওভারে আক্রমণাত্মক নয়, বরং স্ট্রাইক রোটেটে নজর দেওয়া উচিত ছিলো বাংলাদেশের।
‘আন্তর্জাতিক ক্রিকেটে আপনি যখন দেখবেন অধিনায়ক কোন বোলারকে ১ ওভারের জন্য নিয়ে আসে তখন আপনাকে বুঝতে হবে সে উইকেট নিতে এসেছে। দলের মূল বোলারের বিপক্ষে আপনি তখন শট খেলবেন না, সেই ওভারে স্ট্রাইক রোটেট করবেন। তবে তারা ঠিক করলো আমাদের মারতে হবে, শাহীন শাহ আফ্রিদিকেই মারতে হবে। আর কাউকেই মারবো না!’