ওয়াহাজ-বেগের জোড়া সেঞ্চুরিতে বিপাকে জুনিয়র টাইগাররা

ওয়াহাজ-বেগের জোড়া সেঞ্চুরিতে বিপাকে জুনিয়র টাইগাররা
Vinkmag ad

পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের ওয়াহাজ রিয়াজ ও সাদ বেগের জোড়া সেঞ্চুরিতে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সামনে পাহাড়সম লক্ষ্য ঠিক হয়েছে। একমাত্র চারদিনের ম্যাচে ৪১১ রান তাড়ায় নেমে তৃতীয় দিন শেষে ১ উইকেটে ৬০ রান বাংলাদেশের স্কোরবোর্ডে।

মুলতান ক্রিকেট স্টেডিয়ামে চলমান ম্যাচটিতে টস জিতে আগে ব্যাট করা পাকিস্তান যুব দল প্রথম ইনিংসে ২২৪ রানে অলআউট হয়। বাংলাদেশ প্রথম ইনিংসে গুটিয়ে যায় ১৬১ রানে।

৬৩ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে পাকিস্তান তুলল ৩৪৭ রান। সবমিলিয়ে ৪১০ রানের লিড পাওয়ার পথে রিয়াজ-বেগের সেঞ্চুরি ছাড়াও ৫৪ রান করেন হাসিব নাজিম।

২ উইকেটে ৫৪ রান তুলে আজ (৬ নভেম্বর) দিন শুরু করেছিল পাকিস্তান যুবারা। আগেরদিন ২৭ রানে ওয়াহাজ রিয়াজ ও ৫ রানে অধিনায়ক সাদ বেগ অপরাজিত।

দুজনেই আজ তুলে নেন সেঞ্চুরি। আউটও হন সমান ১১৭ রান করে একই বোলার মাহফুজুর রহমান রাব্বির বলে। ওয়াহাজ রিয়াজ ১৭২ বলে ১০ চার ৫ ছক্কায় অন্যদিকে ১৩৪ বলে ১৮ চার ১ ছক্কায় ইনিংসটি সাজান সাদ বেগ।

জোড়া সেঞ্চুরির পর ফিফটি হাঁকান হাসিব নাজিমও। তার ব্যাটে ৭৪ বলে ৬ চার ১ ছক্কায় ৫৩ রান। শেষদিকে বাংলাদেশ বোলার মোহাম্মদ শিহাব জেমস দ্রুত ৪ উইকেট তুলে নিলে ৩৪৭ রানে থামে স্বাগতিকরা। বাংলাদেশের জন্য লক্ষ্য ঠিক হয় ৪১১!

লক্ষ্য তাড়ায় নেমে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১ উইকেটে ৬০ রান তুলে দিন শেষ করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ওপেনার মোহাম্মদ রিজওয়ান ১০ রান করে আউট হলেও ১৯ রানে সোহাগ আলি ও ২৯ রানে শাহরিয়ার সাকিব অপরাজিত আছেন।

জয়ের জন্য ৯ উইকেট হাতে নিয়ে শেষ দিনে করতে হবে ৩৫১ রান।

৯৭ প্রতিবেদক

Read Previous

জিম্বাবুয়েকে উড়িয়ে সেমিতে ভারত, প্রতিপক্ষ ইংল্যান্ড

Read Next

২০ দলের বিশ্বকাপে বাংলাদেশ খেলবে সরাসরিই

Total
1
Share