সিনিয়রবিহীন বিশ্বকাপে নিজেদের কোথায় দেখছেন আফিফরা?

সিনিয়রবিহীন বিশ্বকাপে নিজেদের কোথায় দেখছেন আফিফরা?
Vinkmag ad

সুপার টুয়েলভে শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৫ উইকেটে হেরে বিশ্বকাপ থেকে বিদায় বাংলাদেশের। এবারের দলটায় মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিমের মতো সিনিয়র ক্রিকেটার ছিলেন না। আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় বলা তামিম ইকবাল তো গত আসরেও নিজের নাম সরিয়ে নেন। তাদের অনপস্থিতিতে নিজেদের ঠিকঠাক মেলে ধরতে পারেনি আফিফ হোসেন, ইয়াসির আলি রাব্বি, নুরুল হাসান সোহানরা।

গত আসরে তামিম না থাকলেও নেতৃত্ব দিয়েছেন মাহমুদউল্লাহ, দলে ছিলেন সাকিব ও মুশফিক। কিন্তু দুবাইতে অনুষ্ঠিত টুর্নামেন্টে মূল পর্বে কোনো ম্যাচ জেতা হয়নি বাংলাদেশের। এবার অবশ্য খানিক ভিন্ন পথে হেঁটে সাফল্য পেতে চেয়েছে বিসিবি।

এবার ১৫ বছর পর মূল পর্বে ম্যাচ জেতা গেছে, এসেছে জয়ের সংখ্যা বিবেচনায় সেরা সাফল্যও। কিন্তু সুযোগ থাকা সত্বেও যাওয়া হয়নি সেমি-ফাইনালে। জয় দুটিও এসেছে নেদারল্যান্ডস ও জিম্বাবুয়ের বিপক্ষে। ব্যাট হাতে দারুণ ব্যর্থ রাব্বি, সোহান, মোসাদ্দেকরা।

৫ ম্যাচে মোসাদ্দেকের ব্যাটে এসেছে ৩৮ রান। যেখানে নেদারল্যান্ডসের বিপক্ষে অপরাজিত ২০ ছাড়া বাকি ম্যাচগুলোতে সিঙ্গেল ডিজিটেই আটকে গেছেন (০, ৭, ৬ ও ৫)। রাব্বি ৩ ম্যাচে সুযোগ পেয়ে করেছেন মাত্র ৫ রান (৩, ১* ও ১)। উইকেটরক্ষক ও দলের সহ অধিনায়ক সোহানে ৫ ম্যাচে করতে পেরেছেন সাকূল্যে ৪১ রান (১৩, ২, ১, ২৫* ও ০)।

মিডল অর্ডারে কেবল আফিফ কিছুটা ছাপ রেখেছেন। বড় ইনিংস খেলতে না পারলেও ৫ ম্যাচে ৯৫ রান করার পথে খেলেছেন ৩৮, ২৯ ও অপরাজিত ২৪ রানের তিনটি ইনিংস। আজ পাকিস্তানের বিপক্ষে হারের পর অফিশিয়াল ব্রডকাস্টার সাথে কথা বলেন এই বাঁহাতি ব্যাটার। সেখানেই জানিয়েছেন সিনিয়রদের ছাড়া টুর্নামেন্টে নিজেদের ভাবনা ও লক্ষ্য কি ছিল সে সম্পর্কে।

তিনি বলেন, ‘আমরা আসলে ব্যাপারটা ওভাবে দেখিনি (সিনিয়রদের ছাড়া)। আমরা ভেবেছি একেকজনের জন্য এটা একটা সুযোগ। যে সুযোগটা যাতে আমরা কাজে লাগিয়ে নিজেদের ক্যারিয়ারের জন্য ভালো কিছু করতে পারি। জিনিসটা সবাই এভাবেই দেখেছে। ভালো খেলে যাতে নিজের জায়গাটা ধরে রাখতে পারে।’

দল হিসেবে লক্ষ্যের সাথে অর্জনের মূল্যায়ণ করতে গিয়ে যোগ করেন, ‘দল হিসেবে আমাদের লক্ষ্য ছিল আমরা আগের চেয়ে যেন ভালো করতে পারি। ভালো ইন্টেন্টের পাশাপাশি ভালো পরিকল্পনা নিয়ে খেলতে পারি। আমার মনে হয়, এদিক থেকে আমরা সামনের দিকে এগোচ্ছি। সামনে আরও ভালো কিছু সবার জন্য উপহার দিতে পারব, ইন শা আল্লাহ।’

‘অবশ্যই ভালো করার সুযোগ ছিল। আমরা যদি আরও কিছু ম্যাচ জিততে পারতাম, সেমিফাইনাল খেলতে পারতাম অবশ্যই ভালো লাগত। ইন শা আল্লাহ চেষ্টা থাকবে সামনে যেন দল হিসেবে আরও ভালো করতে পারি।’

৯৭ প্রতিবেদক

Read Previous

‘আম্পায়াররা দেখেও দেখছে না’

Read Next

জিম্বাবুয়েকে উড়িয়ে সেমিতে ভারত, প্রতিপক্ষ ইংল্যান্ড

Total
1
Share