

বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে সমালোচিত নাম ছিলেন বাঁহাতি ব্যাটার নাজমুল হোসেন শান্ত। তবে দলের বাকিদের ব্যর্থতার মাঝে শান্তই ভালো করেছেন, টুর্নামেন্টে হাঁকিয়েছেন দুই ফিফটি। পাকিস্তানের বিপক্ষে হারা ম্যাচে আজ (৬ নভেম্বর) খেলেছেন ৫৪ রানের ইনিংস। কিছুটা ধীর গতির ইনিংস হলেও দলের লড়াকু পুঁজিতে বেশ ভালো ভূমিকা ছিল। তবে শেষ পর্যন্ত টিকতে না পারার আক্ষেপ এই ব্যাটারের।
জিতলেই সেমি-ফাইনালে চলে যাবে বাংলাদেশ, সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচটি এমন সমীকরণে দাঁড়িয়েছিল। তবে এই সহজ বাধা টপকে ইতিহাস গড়তে পারেনি টাইগাররা। পাকিস্তানের বিপক্ষে হেরেছে ৫ উইকেটের ব্যবধানে।
অ্যাডিলেডে টস জিতে আগে ব্যাট করে বাংলাদেশ পায় ৮ উইকেটে ১২৭ রানের পুঁজি। যেখানে ৪৮ বলে ৫৪ রান শান্তর ব্যাটে। এই ওপেনার যখন আউট হন তখনো ইনিংসের বাকি ৪০ বলের মতো। অন্য প্রান্তে আসা যাওয়ার ভীড়ে সেট হওয়া এই বাঁহাতি শেষ পর্যন্ত থাকলে দলের অবস্থান আরও শক্ত হত বলাই যায়।
১১ বল ও ৫ উইকেট হাতে রেখেই জয় পেয়েছে পাকিস্তান। দারুণ অনিশ্চয়তা থেকে সেমি-ফাইনালে চলে গেলো বাবর আজমের দল।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে শান্ত জানালেন নিজের আক্ষেপের কথা, ‘আমার মনে হয় উইকেট আজকে ১৪০-৫০ এর ছিল। আমি বুঝছিলাম শেষ করাটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল। এটা আমি করতে পারিনি, এজন্য আফসোস লেগেছে। শেষের ব্যাটাররা আরেকটু ভালো করলে হয়তো প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ম্যাচ হতো।’
৫ ম্যাচে বাংলাদেশ জিতেছে দুইটিতে, প্রতিপক্ষ জিম্বাবুয়ে ও নেদারল্যান্ডস। জয়ী ম্যাচগুলো সহ সবকটিতেই ব্যর্থ ব্যাটিং বিভাগ। বিশেষ করে মিডল ও লোয়ার মিডলে কার্যকর কিছু নেই দীর্ঘদিন ধরেই।
আজ যেমন প্রথম ১০ ওভারে ১ উইকেটে বাংলাদেশের স্কোরবোর্ডে ৭০ রান ছিল। কিন্তু পরের ১০ ওভারে উইকেট পড়েছে আরও ৭ টি, রান এসেছে মাত্র ৫৭! শান্ত বিষয়টিকে এক পাশে রেখে দল হিসেবে খেলে সাফল্যের মন্ত্র শোনালেন আরেকবার।
তার ভাষায়, ‘আমার মনে হয় এখানে লোয়ার-মিডল অর্ডার বলে কোন কথা নেই। আমরা পুরো টিম হিসেবে আমরা ভালো খেলেনি। যে ম্যাচগুলো জিতেছি, দল হিসেবেই জিতেছি। এটা সবারই দায়িত্ব ভালো করা। দল হিসেবে হয়তো আজকের ম্যাচটা ভালো করতে পারিনি।’
সেমি-ফাইনাল খেলার সুবর্ণ সুযোগ পেয়েও কেন লুফে নিতে পারেনি বাংলাদেশ? কোনো বাড়তি চাপ ছিল?
এমন সব প্রশ্নের জবাবে শান্ত বলেন, ‘ওরকম কোন কিছু চিন্তা করিনি। আমরা চিন্তা করেছি এটা আমাদের জন্য সুযোগ। প্রতি ম্যাচে যেমন পরিকল্পনা করে আসি, ওটাই এসেছি। কিন্তু যেটা আপনি বললেন, সুযোগ ছিল। ওইটা মাথায় রেখেই আমরা ম্যাচ খেলতে নামছি।’