

প্রথম ১০ ওভারে বাংলাদেশের স্কোরবোর্ডে ৭০ রান, উইকেটের কলামে লেখা ১। ১১ তম ওভারেই বাধে বিপত্তি। ৪র্থ বলে সৌম্য সরকার ফেরার পরের বলে বিতর্কিতভাবে আউট সাকিব আল হাসান। সেই ধাক্কা সামলে আর মাথা তুলে দাড়াতে পারেনি বাংলাদেশ, থেমেছে ২০ ওভারে ৮ উইকেটে ১২৭ এ।
যদিও ৫ উইকেটে হারা ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের ওপেনার বলছেন সাকিবের অমন আউটে মনযোগ নড়েনি দলের। তবে স্বীকার করছেন দল খেলেনি ভালো ক্রিকেট।
শান্ত বলেন, ‘না, আমি তা মনে করি না (সাকিবের আউটে মনযোগ নড়েছে)। তবে ঐ ঘটনায় সবাই বিভ্রান্ত ছিলো। ওটা সাধারণভাবে হয়নি, তবে আমরা সেটাতে ফোকাস দেইনি। আমরা এর পর ভালো ক্রিকেট খেলতে পারতাম।’
তবে অন্য সবার মতো শান্তও বলছেন তার তো বটেই, দলের সবার মনে হয়েছে ওটা আউট ছিলো না। আম্পায়ারের সিদ্ধান্তের পর ক্রিকেটারদের যে আর কিছুই করার থাকে না সেই তেতো সত্য আরেকবার সামনে আনলেন শান্ত।
তিনি বলেন, ‘আমি ওখানে ছিলাম, আমাদের সবার কাছে মনে হয়েছিলো আউটটা হয়নি। আমরা নিশ্চিত ছিলাম, জানি না…। সিদ্ধান্তটা আম্পায়ারের, সেটাতে আমাদের কিছু বলার নাই, যত যাই করি…। আমার কাছে মনে হয়নি তারপর আমাদের মনযোগ নড়ে গেছে। আমরা ভালো খেলি নাই মাঝের ওভারগুলোতে।’
বাংলাদেশ দলের শেষ দুই ম্যাচেই একাধিক ঘটনা গেছে বাংলাদেশ দলের বিপক্ষে। তবে এসবে যেহেতু নিজেদের নিয়ন্ত্রণ নেই, তাই এসব নিয়ে আলোচনারও দরকার নেই বলে মনে করেন শান্ত।
শান্তর ভাষ্য, ‘না, এগুলা নিয়ে আলোচনা করে লাভ নেই। এগুলো আমাদের কন্ট্রোলেও নাই। এটার পুরোটাই আম্পায়ার, ম্যাচ রেফারি তাদের সিদ্ধান্ত। আমরা যতোই আলোচনা করি, কথা বলি কোন লাভই নেই। এটা নিয়ে বলবো না যে ড্রেসিংরুমে খুব বেশি চিন্তিত ছিলাম বা কথা বলছি। কারণ এটা কথা বলে লাভ নেই।’