

বাংলাদেশের ম্যাচ মানেই যেনো আম্পায়ারিং বিতর্ক। বাংলাদেশ-ভারত ম্যাচে ফেইক ফিল্ডিং, পিচ্ছিল মাঠে খেলার ইস্যু পুরনো হতে না হতেই আবার আম্পায়ারিং কান্ড বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে। সাকিব আল হাসানের বিতর্কিত আউট নিয়ে টুইটার জুড়ে চলছে সমালোচনা।
বাংলাদেশের ইনিংসের ১১ তম ওভারের ঘটনা। শাদাব খানের করা ৪র্থ বলে আউট হন ১৭ বলে ২০ রান করা সৌম্য সরকার। পরবর্তী বলেই সাকিব আল হাসানের বিরুদ্ধে লেগ বিফোর উইকেটের আবেদন।
দক্ষিণ আফ্রিকার আম্পায়ার আদ্রিয়ান হোল্ডস্টোক একটু সময় নিয়ে আঙুল তুলে দেন। সাকিব রিভিউ নেন সাথে সাথেই।
টিভি রিপ্লেতেও দেখা যায় বল প্যাডে লাগার আগে লেগেছিলো সাকিবের ব্যাটের নিচের অংশে। তবে অবাক করে দিয়ে টিভি আম্পায়ার জিম্বাবুয়ের ল্যাংটন রুসেরে সাকিবকে আউট ঘোষণা করেন।
যা সঙ্গত কারণেই মানতে পারছিলেন না সাকিব। মাঠেই আম্পায়ারের সঙ্গে কথা বলেন, ছাড়তে চাচ্ছিলেন না মাঠ। শেষমেশ অবশ্য ছাড়তেই হয় মাঠ।
I’m shook
— Sreshth Shah (@sreshthx) November 6, 2022
I thought there was an edge from Shakib, he is unlucky.
— Johns. (@CricCrazyJohns) November 6, 2022
Bangladesh robbed again. In back to back matches. The bat didn’t even touch the ground.
The umpires of this World Cup need to go back and study the rules of umpring again. pic.twitter.com/MaXPgtoObz
— Saif Ahmed (@saifahmed75) November 6, 2022
Technology is still used by a third umpire in a hurry to give a decision.
Shocking decision to give Shakib LBW.#BANvPAK | #T120WorldCup
— Mohammad Isam (@Isam84) November 6, 2022
Out or Not-out? ????#ShakibAlHasan #PAKvsBAN #T20WorldCup pic.twitter.com/nfYAr2c7Ej
— Wisden (@WisdenCricket) November 6, 2022
Crazy 3rd umpiring. pic.twitter.com/tFVNJYUXrB
— Mufaddal Vohra (@mufaddal_vohra) November 6, 2022
Well well…..that seems a lucky break for Pakistan…….
— Harsha Bhogle (@bhogleharsha) November 6, 2022
Langton Rusere, the third umpire, has lot to answer for..
— Joy Bhattacharjya (@joybhattacharj) November 6, 2022
That was not out, not out, not out.
— Shihab Ahsan Khan (@shihabahsankhan) November 6, 2022
Shakib can’t believe it!
The third umpire upholds the LBW decision and he’s gone first ball #PAKvBAN https://t.co/pErEobcDY3
— Cricbuzz (@cricbuzz) November 6, 2022