সাকিবের বিতর্কিত আউট, টুইটার জুড়ে সমালোচনা

সাকিবের বিতর্কিত আউট, টুইটার জুড়ে সমালোচনা
Vinkmag ad

বাংলাদেশের ম্যাচ মানেই যেনো আম্পায়ারিং বিতর্ক। বাংলাদেশ-ভারত ম্যাচে ফেইক ফিল্ডিং, পিচ্ছিল মাঠে খেলার ইস্যু পুরনো হতে না হতেই আবার আম্পায়ারিং কান্ড বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে। সাকিব আল হাসানের বিতর্কিত আউট নিয়ে টুইটার জুড়ে চলছে সমালোচনা।

বাংলাদেশের ইনিংসের ১১ তম ওভারের ঘটনা। শাদাব খানের করা ৪র্থ বলে আউট হন ১৭ বলে ২০ রান করা সৌম্য সরকার। পরবর্তী বলেই সাকিব আল হাসানের বিরুদ্ধে লেগ বিফোর উইকেটের আবেদন।

দক্ষিণ আফ্রিকার আম্পায়ার আদ্রিয়ান হোল্ডস্টোক একটু সময় নিয়ে আঙুল তুলে দেন। সাকিব রিভিউ নেন সাথে সাথেই।

টিভি রিপ্লেতেও দেখা যায় বল প্যাডে লাগার আগে লেগেছিলো সাকিবের ব্যাটের নিচের অংশে। তবে অবাক করে দিয়ে টিভি আম্পায়ার জিম্বাবুয়ের ল্যাংটন রুসেরে সাকিবকে আউট ঘোষণা করেন।

যা সঙ্গত কারণেই মানতে পারছিলেন না সাকিব। মাঠেই আম্পায়ারের সঙ্গে কথা বলেন, ছাড়তে চাচ্ছিলেন না মাঠ। শেষমেশ অবশ্য ছাড়তেই হয় মাঠ।

৯৭ ডেস্ক

Read Previous

৩ পরিবর্তন নিয়ে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ

Read Next

সাকিবের আউটের পর এলোমেলো বাংলাদেশ

Total
2
Share