

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ এ আজ ৩ টি খেলা। তবে প্রথম খেলায় নেদারল্যান্ডসের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা হারায় ২য় খেলার গুরুত্ব বেড়ে গিয়েছে। বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার এই ম্যাচ এখন ভার্চুয়াল কোয়ার্টার ফাইনাল। এই ম্যাচে জয়ী দল যাবে সেমি ফাইনালে। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার পরাজয়ের সাথে সাথে সেমি ফাইনাল নিশ্চিত হয়েছে ভারতের।
এমন ম্যাচে আজ অ্যাডিলেড ওভালে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন সাকিব আল হাসান।
বাংলাদেশ একাদশে জায়গা হারালেন হাসান মাহমুদ, ইয়াসির আলি চৌধুরী রাব্বি ও শরিফুল ইসলাম। ফিরলেন সৌম্য সরকার, নাসুম আহমেদ ও এবাদত হোসেন।
বাংলাদেশ একাদশ-
নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, এবাদত হোসেন।