বাংলাদেশের সেমির দরজা খুলে দিয়ে বিদায় নিল দক্ষিণ আফ্রিকা

1 3
Vinkmag ad

দক্ষিণ আফ্রিকাকে সেমিতে যেতে দিল না নেদারল্যান্ডস। সাম্প্রতিক সময়ে ক্রীড়াঙ্গনে এটিই সবচেয়ে বড় আপসেট। নেদারল্যান্ডসের করা ১৫৮ রান টপকাতে নেমে প্রোটিয়াদের ইনিংস থামে ১৪৫’ এ। আর তাতেই ১৩ রানের রোমাঞ্চকর জয় অ্যাকারম্যানদের। ফলে বাংলাদেশের সামনে খুলে গেল বড় সুযোগ। পাকিস্তানকে হারাতে পারলেই সেমিফাইনালে খেলতে পারবে টাইগাররা। 

ভারত ‘বি’ গ্রুপের প্রথম দল হিসেবে সেমিফাইনালের যোগ্যতা অর্জন করেছে। পাকিস্তান/বাংলাদেশের জন্যও সমীকরণ সহজ- জয় পেলেই সেমির টিকিট নিশ্চিত।

অ্যাডিলেড ওভালে টস হেরে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু পায় নেদারল্যান্ডস। পাওয়ার-প্লের ৬ ওভারেই উইকেট না হারিয়ে ৪৮। দলীয় ৫৮ রানে এইডেন মার্করাম এসে ব্রেকথ্রু এনে দেন প্রোটিয়াদের। ভাঙে স্টেফান মাইবার্গ ও ম্যাক্স’ও ডাউডের উদ্বোধনী জুটি। ৩০ বলে ৩৭ রানের মাইবার্গের ব্যাট থেকে।

এরপর ম্যাক্স’ও ডাউডের সঙ্গে টম কুপারের জুটি। তবে কেশব মহারাজের পরপর দুই ওভারে বিদায় নেন দুই সেট ব্যাটার। ম্যাক্স’ও (৩১ বলে ২৯) ধীরগতির হলেও কুপার দেখিয়েছেন ব্যাটিং ঝড়। উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন ব্যক্তিগত ৩৫ রানে। ১৯ বলে সমান ২ চার ও ছয় দিয়ে সাজানো কুপারের এই ইনিংস।

এরপরের গল্পটা কলিন অ্যাকারম্যানের। রাবাদা-লুঙ্গির বিপক্ষে দাপট দেখান শেষবেলায়। অ্যাকারম্যান খেলেন হার-না-মানা ৪১ রানের ইনিংস। শেষ দুই ওভারে নেদারল্যান্ডস নিয়েছে ৩১ রান। আর তাতেই স্কোরবোর্ডে সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ১৫৮।

বল হাতে দাপট দেখিয়েছেন আনরিখ নরকিয়া! ২.৫ ইকোনমিতে মাত্র ১০ রান খরচায় নেন ১টি উইকেট। এছাড়া কেশব মহারাজের ঝুলিতে যায় ২টি উইকেট।

লক্ষ্য তাড়ায় নেমে কুইন্টন ডি কককে ইনিংসের তৃতীয় ওভারেই ফিরিয়ে দেন ফ্রেড ক্লাসেন (১৩)। ফ্লিক করতে যেয়ে লেগ স্টাম্প হারিয়েছেন ২০ রানে থাকা টেম্বা বাভুমা। ব্রেডন গ্লোভার নিজের প্রথম ওভারেই তুলে নেন ভয়ংকর হয়ে ওঠা রাইলি রুশোকে। ফেরার আগে ১৯ বলে করেন ২৫। ৯.৩ ওভারে দলীয় ৬৪ রানের মাথায় তৃতীয় উইকেট হারায় সাউথ আফ্রিকা।

সমানসংখ্যক ১৭ রানে বিদায় নেন এইডেন মার্করাম ও ডেভিড মিলার। ম্যাচে দারুণভাবে ফিরে নেদারল্যান্ডস। মার্করামের বিদায়ের পর গ্লোভার নিজের দ্বিতীয় ওভারে এসেই মিলারকে ফিরিয়ে নেদারল্যান্ডসকে এনে দেন ব্রেকথ্রু। একবল পরেই গ্লোভারের শিকার হয়ে ডাক মারেন ওয়েইন পারনেল।

দক্ষিণ আফ্রিকার সামনে শেষ তিন ওভারের সমীকরণ দাঁড়ায় ১৮ বলে ৪১ রান। শেষ ৬ বলে জয়ের জন্য দরকার ২৬; ক্রিজে রাবাদা-মহারাজ। শেষপর্যন্ত ১৩ রানে হারতে হয়েছে দক্ষিণ আফ্রিকাকে।

৯৭ ডেস্ক

Read Previous

ধর্ষ’ণের অভিযোগে সিডনিতে গ্রেফতার গুনাথিলাকা

Read Next

৩ পরিবর্তন নিয়ে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ

Total
4
Share