

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ দারুণভাবে জমে গেছে। গ্রুপ-২ থেকে এখনো নিশ্চিত হয়নি সেরা চারে কারা যাচ্ছে। আগামীকাল (৬ নভেম্বর) বাংলাদেশের বিপক্ষে জিতে বাকিদের কাজ আরও কঠিন করতে চায় পাকিস্তান।
এই গ্রুপ থেকে সেমিফাইনালে যাওয়ার সুযোগ আছে পাকিস্তান সহ পাঁচটি দলের। কেবল নেদারল্যান্ডসের জন্যই কোনো পথ খোলা নেই। বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে যারা জিতবে তারা লড়াইয়ে টিকে থাকবে, সে ক্ষেত্রে অন্য ম্যাচের জটিল হিসাব নিকাশে তাকিয়ে থাকতে হবে।
দুই দলেরই ৪ ম্যাচে পয়েন্ট ৪, আগামীকাল সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচ খেলবে তারা। বর্তমানে সেমির দৌড়ে বেশ এগিয়ে ভারত (৪ ম্যাচে ৬ পয়েন্ট) ও দক্ষিণ আফ্রিকা (৪ ম্যাচে ৫ পয়েন্ট)। সেমিতে যেতে হলে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের বিজয়ীকে আশায় থাকতে হবে ভারত-জিম্বাবুয়ে ম্যাচে জিম্বাবুয়ের জয় ও দক্ষিণ আফ্রিকা-নেদারল্যান্ডস ম্যাচে নেদারল্যান্ডসের জয়ের দিকে।
এমন কঠিন হিসাব মিলিয়ে নিজেদের সেমির চিন্তার চাইতে বাংলাদেশের বিপক্ষে জিতে বাকিদের কাজ কঠিন করাকে সহজ ভাবছে পাকিস্তান।
আজ (৫ নভেম্বর) অ্যাডিলেডে সংবাদ সম্মেলনে আসা পাকিস্তানি ব্যাটার শান মাসুদ বলেন, ‘যা আমাদের হাতে আছে আমরা সেটির ওপর পুরো মনোযোগ দেব। বাংলাদেশের বিপক্ষে ম্যাচ থেকে দুই পয়েন্ট পাওয়ার আছে। আমরা চেষ্টা করব ম্যাচটি জিতে অন্য দলগুলোর কাজ কঠিন করতে। এই গ্রুপের শেষ বল হওয়া পর্যন্ত (সেমিফাইনালের) আশা থাকবে। আমি মনে করি, কালকের ম্যাচে ভালো সুযোগ আছে।’
দারুণ কিছু প্রত্যাশা নিয়ে বিশ্বকাপে আসা ভারতের সেমির পথটা এতো জটিল হওয়াকে নেতিবাচকই বলছে বিশ্লেষকরা। জিম্বাবুয়ের কাছেও যে হারতে হয়েছে তাদের। শান মাসুদ নিজেও স্বীকার করেন তাদের বেশ কিছু জায়গায় উন্নতি করতে হবে।
তার ভাষ্য, ‘আমাদের জন্য এটিই শিক্ষা হতে পারে যে নিজেদের সেরা পারফরম্যান্স দিতে হবে এবং প্রতি ম্যাচে উন্নতি করতে হবে। বাংলাদেশের বিপক্ষে আমাদের পারফরম্যান্সের আরও উন্নতি ঘটানোর চেষ্টা থাকবে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যেসব ভুল করেছি সেগুলো যেন আর না হয় এবং ভালো বিষয়গুলো আরও ভালো করতে পারি।’