পাকিস্তানে দ্বিতীয় দিনই পিছিয়ে পড়লো জুনিয়র টাইগাররা

পাকিস্তানে দ্বিতীয় দিনই পিছিয়ে পড়লো জুনিয়র টাইগাররা
Vinkmag ad

আগেরদিন পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে ২২৪ রানে অলআউট করে স্বস্তিতেই ছিল বাংলাদেশ যুবারা। তবে আজ (৫ নভেম্বর) দ্বিতীয় দিন নিজেরা ব্যাট করতে নেমে হতাশ হতে হয়েছে। ইতোমধ্যে পাকিস্তানের ১১৭ রানের লিড।

মুলতান ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র চারদিনের ম্যাচে টস জিতে প্রথম দিন ব্যাট করেছিল স্বাগতিকরা। তবে জুনিয়র টাইগারদের তোপে ২২৪ রানের বেশি করতে পারেনি। আলোক স্বল্পতায় বাংলাদেশ নামতে পারেনি ব্যাটিংয়ে।

আজ ব্যাট করতে নেমে ৫৬ ওভারের বেশি টিকেনি সফরকারীরা। তাতে ১৬১ রানেই আটকে যেতে হয় তাদের। দলের পক্ষে সর্বোচ্চ ৪০ রান করেন ওপেনার মোহাম্মদ রিজওয়ান। ৬৮ বলে ৬ চার ১ ছক্কায় সাজান ইনিংসটি।

আরেক ওপেনার জিসান আলম ২২ রান করেছেন দ্রুতগতিতে, খেলেছেন কেবল ১৩ বল।

এর বাইরে ২৩ রানে অপরাজিত বল হাতে ঝলক দেখানো রোহানাত দৌল্লা বর্ষণ। ১৯ রান এসেছে উইকেট রক্ষক ব্যাটার সিয়াম হোসেন দিপুর ব্যটে।

পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট আব্দুল বাসিতের। সমান ২ টি করে উইকেট ভাগাভাগি করেন মোহাম্মদ ইবতিসাম, আফতাব ইব্রাহিম ও আল আসফান্দ।

৬৩ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করা পাকিস্তান দিন শেষ করেছে ২ উইকেটে ৫৪ রান তুলে। বল হাতে এ ইনিংসেও দারুণ শুরু বর্ষণের, তুলে নেন দুই ওপেনারকে। ২৭ রানে ওয়াহাজ রিয়াজ ও ৫ রানে অধিনায়ক সাদ বেগ।

৯৭ ডেস্ক

Read Previous

ইমরান খানের ওপর গুলি হামলা, পাকিস্তান সফর নিয়ে চিন্তিত ইংল্যান্ড

Read Next

বাংলাদেশকে হারিয়ে বাকিদের কাজ কঠিন করতে চায় পাকিস্তান

Total
2
Share