পিএসএল ড্রাফটে সর্বোচ্চ ক্যাটাগরিতে সাকিব, আরও আছেন যারা

মাহমুদউল্লাহ-তামিমের পিএসএল খেলতে যেতে দিতে আপত্তি নেই বিসিবির
Vinkmag ad

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) এর আসন্ন আসরের জন্য প্লেয়ার্স ড্রাফটে নাম লিখিয়েছেন আন্তর্জাতিক তারকা ক্রিকেটাররা। যেখানে সাকিব আল হাসান সহ আছেন বেশ কিছু বাংলাদেশি।

পিএসএলের ৮ম আসর শুরু হবে আগামী বছরের ৯ ফেব্রুয়ারি, শেষ হবে ১৯ মার্চ। পাকিস্তানের করাচি, লাহোর, রাওয়ালপিন্ডি ও মুলতানে হবে ম্যাচগুলো।

টি-টোয়েন্টি ক্রিকেটের দ্বিতীয় বাছাই বোলার শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা, শীর্ষ অলরাউন্ডার সাকিব আল হাসান তাদের আগ্রহ দেখিয়েছেন ড্রাফটে, যেটা অনুষ্ঠিত হবে ১৮ নভেম্বর।

ডেভিড মালান, ডেভিড মিলার সহ মোট ২১৪ জন ওভারসিজ ক্রিকেটার (পাকিস্তানি নন এমন) প্রাথমিক তালিকায় নাম লিখিয়েছেন।

যেখানে আছে শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া, আফগানিস্তান, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, নেপাল, ওয়েস্ট ইন্ডিজ, মালদ্বীপ, কানাডা, যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস, হংকং, পাপুয়া নিউ গিনি, নামিবিয়া, উগান্ডা থেকেও ক্রিকেটাররা আগ্রহ দেখিয়েছেন।

এই তালিকায় পরিবর্তন আসবে আরও। প্লাটিনাম ক্যাটাগরিতে সাকিব আল হাসান ছাড়াও আছেন মোট ৮ জন। বাকিরা হলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা, দাসুন শানাকা, ডেভিড মিলার, ডেভিড মালান, রিস টপলি, মার্টিন গাপটিল, ওডিন স্মিথ।

ডায়মন্ড ক্যাটাগরিতে বাংলাদেশের তামিম ইকবাল, তাসকিন আহমেদ, মেহেদী হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ সহ আছেন বেশ কিছু তারকা ক্রিকেটার। এই ক্যাটাগরিতে বড় নাম নিঃসন্দেহে জেসন রয়।

গোল্ড ক্যাটাগরিতে মোট ৭৬ জন ক্রিকেটারের মধ্যে আছেন লিটন দাস, এবাদত হোসেন।

আগামী বছর অনেকটা একই উইন্ডোতে চলবে বিপিএল (৫ জানুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি)। মার্চ মাসে আবার ঘরের মাঠে টাইগারদের দুই সিরিজ (ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে)। সেক্ষেত্রে প্লেয়ার্স ড্রাফটে দল পেলে গোটা টুর্নামেন্ট খেলতে পারবে না কেউই।

৯৭ ডেস্ক

Read Previous

আইসিসির নির্বাচনে লড়তে আগ্রহী জিম্বাবুয়ে ক্রিকেটের চেয়ারম্যান

Read Next

অস্ট্রেলিয়ার স্বপ্নভঙ্গ করে সেমিতে ইংল্যান্ড

Total
15
Share