

পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শহীদ আফ্রিদি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বিরুদ্ধে একটি চমকপ্রদ অভিযোগ করেছেন, গভর্নিং বডি নিশ্চিত করতে চায় যে ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিতে পৌঁছেছে।
বিতর্কিত ভারত-বাংলাদেশ ম্যাচ নিয়ে আলোচনা করার সময় আইসিসি ও আম্পায়ারদের নিয়ে আফ্রিদির বিস্ফোরক মন্তব্য বিতর্ককে আরও তাতিয়ে দিয়েছে।
সামা টিভিতে আফ্রিদি বলেন, ‘আপনি দেখেছেন মাঠটি কতটা ভেজা ছিল। কিন্তু আইসিসি ভারতের পক্ষে সিদ্ধান্ত নিয়েছে। তারা যেকোনো মূল্যে ভারতকে সেমিফাইনালে পৌঁছে দিতে চায়।’
‘আম্পায়াররাও একই ছিলেন যারা ভারত বনাম পাকিস্তানের দায়িত্ব পালন করেছিলেন এবং সেরা আম্পায়ারের পুরস্কার পাবেন তারা।’
Shahid Afridi via Samaa “You saw the ground how wet it was. But ICC is inclined towards India. They want to ensure India reaches the semi-finals at any cost. The umpires were also the same who officiated India vs Pakistan & will get the best umpire awards” #BANvIND #T20WorldCup
— Saj Sadiq (@SajSadiqCricket) November 3, 2022
আম্পায়ার মারাইস ইরাসমাস এবং ক্রিস ব্রাউন যখন একটি ভেজা আউটফিল্ডে খেলা শুরু করেছিলেন তখন বিশ্বজুড়ে ভক্ত এবং ক্রিকেট পণ্ডিতরা হতবাক হয়ে পড়েন।
৪৫ মিনিট বিরতির পর খেলা আবার শুরু হয় এবং ভারতের ১৮৪ রান তাড়া করার বদলে বাংলাদেশকে ১৬ ওভারে ১৫১ রানের সংশোধিত লক্ষ্য দেওয়া হয়েছিল। ভেজা আউটফিল্ডের ফলস্বরূপ, বাংলাদেশের ওপেনার লিটন দ্বিতীয় বলে দ্বিতীয় রান নিতে গিয়ে পিছলে যান। ২৭ বলে ৬০ রান করে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন লিটন।
বাংলাদেশের বিপক্ষে ৫ রানের জয় সত্ত্বেও, ভারতের এখনও সেমিফাইনালে যাওয়া অনিশ্চিত এবং রবিবার জিম্বাবুয়ের বিরুদ্ধে তাদের ডু-অর-ডাই ম্যাচ।