

পাঞ্জাব কিংস ঘোষণা করেছে যে শিখর ধাওয়ান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আসন্ন মৌসুমে ফ্র্যাঞ্চাইজির নেতৃত্ব দেবেন। মায়াঙ্ক আগারওয়ালের স্থলাভিষিক্ত হবেন এই বাঁহাতি ওপেনার।
মায়াঙ্ক গত মৌসুমে পাঞ্জাব দলকে নেতৃত্ব দিয়েছিলেন। আইপিএল প্লে-অফে দলকে নিয়ে যেতে ব্যর্থ হন। লোকেশ রাহুল লখনৌ সুপার জায়ান্টসে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ায় আগারওয়ালের কাঁধে ওঠে অধিনায়কত্বের দায়িত্ব।
Gabbar will be at the ???????????????????????????? for Punjab Kings! ????#SherSquad, welcome your ???? Skipper, Jatt ji! ♥️????#ShikharDhawan #CaptainGabbar #SaddaPunjab #PunjabKings @SDhawan25 pic.twitter.com/BjEZZVVGrw
— Punjab Kings (@PunjabKingsIPL) November 2, 2022
দলের ব্যর্থতার সঙ্গে মায়াঙ্কের ফর্মও কমে গিয়েছিল, ১৬.৩৩ গড়ে ১৯৬ রান করেছিলেন। এখন দেখার বিষয়, পাঞ্জাব কিংস মিনি নিলামে মায়াঙ্ককে ধরে রাখার সিদ্ধান্ত নেয় কিনা।
নতুন অধিনায়ক শিখর ধাওয়ানকে দলে ভেড়াতে মেগা নিলামে ৮.২৫ কোটি রূপি খরচ করে পাঞ্জাব কিংস ফ্র্যাঞ্চাইজি। ১৪ ম্যাচে ৩৮.৩৩ গড়ে ৪৬০ রান করে এই অভিজ্ঞ ব্যাটার বিশ্বাসের প্রতিদান দেন।
???????????? ???????????????????????????? ???????????????????????? ???????????? ????????????????????????! ????#CaptainGabbar is elated, thankful, and ready to lead Punjab Kings! ????️#ShikharDhawan #SaddaPunjab #PunjabKings @SDhawan25 pic.twitter.com/CnvVBGx4rU
— Punjab Kings (@PunjabKingsIPL) November 4, 2022
এই বছরের শুরুর দিকে পাঞ্জাব কিংস ট্রেভর বেলিসকে নতুন প্রধান কোচ হিসেবে নিযুক্ত করে। যিনি ইংল্যান্ডকে ২০১৯ ওডিআই বিশ্বকাপ শিরোপা এবং কোলকাতাকে ২০১২ এবং ২০১৪ সালে দুটি আইপিএল শিরোপা জিতিয়েছিলেন।