

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ এ আফগানিস্তান ছাড়া সুপার টুয়েলভে ওঠা সব দলই অন্তত ১ ম্যাচে জয় পেয়েছে। ৫ ম্যাচের ২ টি বৃষ্টিতে পন্ড হয়েছে, বাকি ৩ ম্যাচে হেরেছে মোহাম্মদ নবির দল।
অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে হারার পর বড় ঘোষণা এলো আফগান অধিনায়ক মোহাম্মদ নবির কাছ থেকে। আফগানিস্তানের অধিনায়কের আর্মব্যান্ড আর পরবেন না তিনি।
মূলত টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের সঙ্গে মতের অমিলের কারণেই আর এই দায়িত্ব পালন না করার সিদ্ধান্ত নিয়েছেন নবি। তবে বলেছেন দল তাকে চাইলে খেলে যাবেন আফগানিস্তানের হয়ে, ক্রিকেটার হিসাবে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে মোহাম্মদ নবি লেখেন,
‘প্রিয় স্বদেশী ও ক্রিকেট প্রেমীরা,
‘আমাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ যাত্রা শেষ হয়েছে এমন ফল দিয়ে যা আমাদের সমর্থকরা আশা করেনি। ম্যাচগুলোর ফল নিয়ে আপনারা যেমন হতাশ, আমরাও তেমন।
গত এক বছর ধরে আমাদের দলের প্রস্তুতি এমন পর্যায়ে ছিলো না যা একজন অধিনায়ক চায় বা এক বড় টুর্নামেন্টের জন্য জরুরি। এর সাথে আমাদের গত হওয়া কিছু সফরে টিম ম্যানেজমেন্ট, সিলেকশন কমিটি ও আমি এক ভাবে ভাবি নি যা দলের ব্যালান্সে প্রভাব ফেলেছে।
এই কারণে, সবার প্রতি সম্মান রেখেই আমি অনতিবিলম্বে দলের অধিনায়কের দায়িত্ব ছেড়ে দিচ্ছি। আমি খেলোয়াড় হয়ে দেশের জন্য খেলে যাবো যখন ম্যানেজমেন্ট ও দলের আমার প্রয়োজন পড়বে।
আমি সবাইকে অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জানাতে চাই যারা বৃষ্টিতে ম্যাচ বাধাগ্রস্থ হবার পরেও মাঠে এসেছিলেন, যারা আমাদের বিশ্বজুড়ে সমর্থন করেছেন। আপনাদের ভালোবাসা আমাদের জন্য অনেক কিছু, আফগানিস্তান দীর্ঘজীবী হোক।
শুভকামনার সাথে,
মোহাম্মদ নবি’
— Mohammad Nabi (@MohammadNabi007) November 4, 2022