পাকিস্তানে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের দারুণ শুরু

পাকিস্তানে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের দারুণ শুরু
Vinkmag ad

১৫ বছর পর পাকিস্তান সফরে গিয়ে শুরুটা ভালোই করলো টাইগার যুবারা। আজ (৪ নভেম্বর) মাঠে গড়ানোর প্রথম চারদিনের ম্যাচে ব্যাটিংয়ে ব্যর্থ স্বাগতিক পাকিস্তান। প্রথম ইনিংসে অলআউট হওয়ার আগে করতে পেরেছে ২২৪ রান।

মুলতান ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক সাদ বেগ।

তবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের পেসার রোহানাত দৌল্লা বর্ষণের তোপে ৫০ রানেই ৪ উইকেট হারায়। ওপেনার ও অধিনায়ক সাদ ফেরেন খালি হাতে।

পঞ্চম উইকেটে ৭১ রানের জুটি গড়ে দলে স্বস্তি ফেরান হাসিম নাজিম ও মোহাম্মদ জুলফিকার। দুজনেই অবশ্য ফিরেছেন ৯ রানের ব্যবধানে। ৬৪ বলে নাজিমের ৩৩ ও ৪৫ বলে জুলফিকারের ব্যাটে ৪৩।

এরপর ৬৪ রানের জুটিতে আরেক দফা দলকে পথে রাখেন মোহাম্মদ ইবতিশাম ও আল আসফান্দ। এই দুই ব্যাটারও মিস করেছেন ফিফটি। ৬৬ বলে ৩৯ ইবতিশামের ৮৫ বলে ৪১ আসফান্দের। এরপর দ্রুতই গুটিয়ে যায় তাদের ইনিংস। ৩০ রানে হারায় শেষে ৪ উইকেট।

৬৮ ওভারে পাকিস্তানকে ২২৪ রানে অলআউট করার পথে বাংলাদেশের হয়ে ৪২ রানে সর্বোচ্চ ৩ উইকেট বর্ষণের। ২ টি করে উইকেট মারুফ মৃধা ও জিসান আলমের।

এরপর সময় থাকলেও আলোক স্বল্পতায় দিনের বাকি ওভারগুলো মাঠে গড়ায়নি। বাংলাদেশও নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নামেনি। আগামীকাল ব্যাটিং পরীক্ষা জুনিয়র টাইগারদের।

৯৭ প্রতিবেদক

Read Previous

রাশিদ ঝড়ের পরও অস্ট্রেলিয়া জিতল ৪ রানে

Read Next

ম্যানেজমেন্টের সঙ্গে মতের অমিল, মোহাম্মদ নবির পদত্যাগ

Total
33
Share