সেমির স্বপ্নে তাসকিন বলছেন ‘এনিথিং ক্যান হ্যাপেন’

সেমির স্বপ্নে তাসকিন বলছেন 'এনিথিং ক্যান হ্যাপেন'
Vinkmag ad

ভারতের বিপক্ষে ৫ রানে হারের পর বাংলাদেশের সেমিফাইনাল খেলা প্রায় অসম্ভব। তবে কাগজে কলমে কিছু সমীকরণ এখনো আছে বলে আলৌকিক কিছুর প্রত্যাশা পেসার তাসকিন আহমেদের। যদিও বাস্তবতা জেনে হোক কিংবা নিজেদের কৌশলগত কারণে হোক এই পেসার জানালেন পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচটা জিততে চান। আপাতত সমীকরণ নিয়ে একদমই ভাবছেন না তারা।

গ্রুপ-২ এর সেমিফাইনাল সমীকরণ ভালোই জমে গেছে। নেদারল্যান্ডস ছাড়া বাংলাদেশ, ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে সবারই কাগজে কলমে সেমিফাইনাল স্বপ্ন টিকে আছে। তবে বাস্তবিক অর্থে এগিয়ে ভারত ও দক্ষিণ আফ্রিকা।

প্রতিটি দলের ম্যাচ বাকি একটি করে। অ্যাডিলেড ওভালে আগামী ৬ নভেম্বর বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে। ঐ ম্যাচে আগে জিততেই হবে টাইগারদের, এরপর তাকিয়ে থাকতে হবে অন্যান্য ম্যাচের দিকে। সেক্ষেত্রে জিম্বাবুয়ের কাছে ভারতের হার কিংবা নেদারল্যান্ডসের কাছে দক্ষিণ আফ্রিকার হারই বাংলাদেশের পথটা সহজ করবে। যা বেশ কঠিন এক সমীকরণ বলা যায় অনায়েসেই।

তবুও টাইগার পেসার তাসকিনের কণ্ঠে আলৌকিক কিছুর প্রত্যাশা, ‘ না আসলে এই গ্রুপে দেখেন সব ম্যাচই জমজমাট হয়েছে। তো এখনও এনিথিং ক্যান হ্যাপেন (যেকোনো কিছু ঘটতে পারে)। আলৌকিকভাবে হয়ে যেতে পারে। মূল লক্ষ্য থাকবে শেষ ম্যাচটায় একই স্পৃহা নিয়ে যাব ইন শা আল্লাহ। ভালো খেলে জিততেই চাব। যদি ম্যাচ জিততে পারি পরে কী হবে হিসাব নিকাশ পরে দেখা যাবে। মূল লক্ষ্য পরের ম্যাচটা জেতা।’

এদিকে আগের ম্যাচে ভারতের বিপক্ষে হার ছাপিয়ে সামনে এসেছে বেশ কিছু বিতর্ক। যেখানে ভিরাট কোহলির ফেইক ফিল্ডিং অন্যতম। মাঠের আম্পায়ার বিষয়টি দেখেননি বলে এড়িয়ে গেছেন অথচ নিয়মানুসারে বাংলাদেশ পায় পেনাল্টি ৫ রান।

এর বাইরে বৃষ্টি থামার সাথে সাথেই মাঠ ভালোভাবে না শুকিয়ে ম্যাচ শুরু করা নিয়েও বিতর্কিত আম্পায়ার। ম্যাচ শেষ হয়েছে দুই দিন হতে চলল, তবে এসব নিয়ে আলাপ আলোচনা চলছেই চারদিকে। যদিও তাসকিন বলছেন নিজেদের নিয়ন্ত্রণের বাইরের বিষয় নিয়ে তারা ভাবতে চান না।

তিনি জানান, ‘আসলে এটা তো আমাদের নিয়ন্ত্রণে নেই। আম্পায়ারদের সিদ্ধান্ত, কিছু জিনিস দেখলাম যে বিতর্ক হচ্ছে। ফেইক থ্রো বা অন্যান্য জিনিস ওগুলো আসলে সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণের বাইরে। ওটা নিয়ে আসলে চিন্তা করে লাভ নেই। তার থেকে বড় জিনিস ওই ম্যাচটা এখন অতীত। তো সামনের যে ম্যাচটা আছে ওটা নিয়েই চিন্তা করতে চাই। অবশ্যই আইসিসির ইভেন্ট সবকিছুই আসলে তাদের অধীনে।’

৯৭ প্রতিবেদক

Read Previous

সেমিতে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের সামনে কঠিন সমীকরণ

Read Next

পাকিস্তান ম্যাচের আগেও নিজেদের আন্ডারডগ বলছে বাংলাদেশ

Total
1
Share