

এমনিতে ভারত সফরে যেতে বিসিবি একাদশের কম ভোগান্তি পোহাতে হয়নি। দুই সপ্তাহ পিছিয়ে তামিলনাড়ু একাদশের বিপক্ষে খেলতে যায় মোহাম্মদ মিঠুনের দল। কিন্তু চার দিনের ম্যাচ দুটি শেষ হতেই নতুন ঝামেলা। একদিনের ম্যাচ তিনটি খেলতে আলাদা কয়েকজন ক্রিকেটার আজ (৪ নভেম্বর) দেশ ছাড়ার কথা ছিল, কিন্তু তারাও আটকে গেলেন ভিসা জটিলতায়। ফলে লাল বলে খেলতে যাওয়া ক্রিকেটারদের দিয়েই তিন ম্যাচ সিরিজটি শেষ করতে হচ্ছে।
গতকাল (৩ নভেম্বর) চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে শেষ হয়েছে বিসিবি একাদশ ও তামিলনাড়ূ একাদশের মধ্যকার দ্বিতীয় ও শেষ চার দিনের ম্যাচটি। বৃষ্টি বাধায় ম্যাচটি ড্রয়ে সমাধান হয়, তবে প্রথম ম্যাচ ইনিংস ব্যবধানে জিতেছিল মিঠুনের দল।
আগামী ৭, ৯ ও ১১ নভেম্বর একই ভেন্যুতে গড়াবে এক দিনের ম্যাচ তিনটি। আর এতে অংশ নিতে আজ রওয়ানা হওয়ার কথা ছিল মোহাম্মদ নাইম শেখ, শামীম পাটোয়ারী, আকবর আলি, তানভির ইসলাম, শেখ মেহেদী হাসান, মৃত্যুঞ্জয় চৌধুরী, রিপন মণ্ডল ও রিশাদ হোসেনের।
বাজে ফর্মে বিশ্বকাপ স্কোয়াড থেকে ছিটকে যাওয়া সাইফউদ্দিনও সঙ্গী হতেন এই বহরের। কিন্তু ভিসা জটিলতায় যাওয়া হচ্ছে না তাদের। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ডেপুটী ম্যানেজার শাহরিয়ার নাফিস।
তিনি বলেন, ‘ভিসা জটিলতার কারণে যথাসময়ে ওদের পাঠানোর ব্যবস্থা করা যায়নি। এখন আর হাতে সময়ও নেই যে আমরা কিছুদিন অপেক্ষা করে দেখব। তাই ওদের পাঠানো হবে না। লাল বলের ক্রিকেটাররাই বাকি তিন ম্যাচ খেলে দেশে ফিরবে।’
আর এ কারণে লাল বলের সিরিজ শেষে ফিরে আসার কথা থাকলেও সাদা বলের সিরিজটি খেলতে হচ্ছে সাদমান ইসলাম, মুমিনুল হক, জাকের আলি অনিক, নাঈম হাসান, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ ও মোহাম্মদ এনামুল হকের।