সিনিয়রদের আগে জুনিয়র টাইগাররা পাকিস্তানের মুখোমুখি হচ্ছে

সিনিয়রদের আগে জুনিয়র টাইগাররা পাকিস্তানের মুখোমুখি হচ্ছে
Vinkmag ad

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে বাংলাদেশ নিজেদের শেষ ম্যাচ খেলার অপেক্ষায়। ৬ নভেম্বর তারা মুখোমুখি হচ্ছে পাকিস্তানের। তবে তার আগে আগামীকাল (৪ নভেম্বর) পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে একমাত্র চারদিনের ম্যাচে মুলতানে মাঠে নামছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। অধিনায়ক আহরাম আমিন দলের পেসারদের নিয়ে বেশ আশাবাদী। নিজের প্রিয় ব্যাটারের কথা বলতে গিয়ে জানালেন বাবর আজমের নাম।

১৫ বছর পাকিস্তান সফরে গেল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এই সফরটিই বাংলাদেশ যুবাদের প্রথম কোনো দ্বিপাক্ষিক সিরিজ। সফরে একটি চারদিনের ম্যাচ, তিনটি ওয়ানডে ও দুইটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে তারা। চারদিনের ম্যাচটি শুরু হচ্ছে আগামীকাল, তার আগে আজ (৩ নভেম্বর) হয়েছে ট্রফি উন্মোচন ও সংবাদ সম্মেলন।

দল গত ১ নভেম্বর পাকিস্তানে পৌঁছালেও এখনো আনুষ্ঠানিকভাবে স্কোয়াড জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অথচ রাত পোহালেই মাঠে নামবে টাইগার যুবারা। সংবাদ সম্মেলনের বদলৌতে কেবল অধিনায়ক আহরার আমিনের নাম জানা গেছে।

আহরার নিজেদের প্রস্তুতি ও সম্ভাবনা সম্পর্কে জানাতে গিয়ে বলেন, ‘আমরা এখানে তিন সংস্করণের ক্রিকেট খেলব। এটা আমাদের সবার জন্য তাই দারুণ সুযোগ। আশা করি আমরা এই সুযোগের সদ্ব্যবহার করতে পারব। আমরা দেশ থেকে দারুণ প্রস্তুতি নিয়ে এসেছি। ছেলেরা খেলার জন্য মুখিয়ে আছে।’

‘দল হিসেবে তিন বিভাগেই আমরা ভালো করার চেষ্টা থাকবে। আমার মনে হয়, এখানে আমাদের পেসারদের ভালো করার ভালো সম্ভাবনা আছে। তবে আমাদের ব্যাটারদেরও এগিয়ে আসতে হবে।’

বিশ্ব ক্রিকেটে কার ব্যাটিং অনুসরণ করেন টাইগার দলপতি এমন প্রশ্নের জবাবে পাকিস্তানের তারকা বাবর আজমের কথাই বললেন, ‘বাবর আজমের ব্যাটিং আমার ভালো লাগে।’

বাংলাদেশ যুব দলের প্রধান কচের দায়িত্ব পালন করছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক কোচ স্টুয়ার্ট ল। দলটির ব্যাটিং পরামর্শক হিসেবে আছেন ভারতের সাবেক ব্যাটার ওয়াসিম জাফর। নির্বাচক হিসেবে তাদের সাথে পাকিস্তানে গেছেন হান্নান সরকার।

৯৭ প্রতিবেদক

Read Previous

মুমিনুলের ফিফটি হাঁকানো ম্যাচ ড্রয়ে শেষ হল

Read Next

জহুরুল-জুনায়েদের ৩৩৩ রানে বরিশালের হার ইনিংসে ব্যবধানে

Total
1
Share