

অধিনায়ক জাকির হাসানের ডাবল সেঞ্চুরিতে প্রথম ইনিংসে সিলেটের সংগ্রহ ৪৮১। জবাবে চট্টগ্রাম প্রথম ইনিংসে গুটিয়ে যায় ২৩৭ রানে। ২৪৪ রানের লিড পাওয়া সিলেটের সামনে ইনিংস ব্যবধানে জয়ের সুযোগ ছিল। কিন্তু দ্বিতীয় ইনিংসে চট্টগ্রামের ব্যাটারদের দৃঢ়তায় ড্রতেই শেষ হয় ম্যাচ।
ফলে চলতি ২৪তম জাতীয় ক্রিকেট লিগে (এনসিএলে) এখনো অপরাজিত সিলেট। টায়ার-১ এর বাকি ম্যাচে আগেরদিনই বগুড়ায় ঢাকা বিভাগের বিপক্ষে জয় পায় রংপুর বিভাগ।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শেষ হয় সিলেট-চট্টগ্রাম ম্যাচটি।
গতকাল (২ নভেম্বর) তৃতীয় দিন চট্টগ্রাম দিন শেষ করেছিল বিনা উইকেটে ৮৮ রানে। পিনাক ঘোষ ৫৭ ও জসীম উদ্দিন ২৫ রানে অপরাজিত ছিলেন।
আজ চতুর্থ দিন দুজনেই ফিরেছেন দ্রুত। ১০২ বলে ৮ চারে পিনাক ৬২ রান করে আউট হলে ভাঙে ৯৮ রানের জুটি। ৩০ রান করা জসীমকে থামান নাবিল সামাদ।
এরপর পারভেজ হোসেন ইমন ও শাহাদাত হোসেন দিপুর ৭০ রানের জুটি। ইমন ৮১ বলে ৫ চার ১ ছক্কায় ৪১ রান করে আউট হন। তবে ফিফটির দেখা পেয়েছেন দিপু। নাবিল সামাদের তৃতীয় শিকার হয়ে ফেরেন ১৮৭ বলে ৫ চারে ৫৮ রানে। ইরফান শুক্কুরের ব্যাটে আসে ২৯ রান।
ইনিংস হার এড়িয়ে চট্টগ্রাম পেয়ে যায় লিডও। হাতে ৫ উইকেট নিয়ে ১২ রানে লিড হতেই দিনের খেলা শেষ হয়। ফলে ড্রয়েই সমাধান হয় ম্যাচ।
এর আগে জাকির হাসানের ২১৩ রানে চড়ে প্রথম ইনিংসে ৯ উইকেটে ৪৮১ রানের সংগ্রহ পায় সিলেট। ইনিংস ঘোষনার আগে ফিফটি হাঁকান তৌফিক চৌধুরী (৬৮) ও আসাদুল্লাহ আল গালিব (৬৭)। চট্টগ্রামের হয়ে ৫ উইকেট বাঁহাতি স্পিনার হাসান মুরাদের।
চট্টগ্রাম প্রথম ইনিংসে ২৩৭ রান করেছে পারভেজ হোসেন ইমনের ৯২ ও পিনাক ঘোষের ৫৮ রানে। যেখানে সিলেটের হয়ে ৫ উইকেট নাবিল সামাদের, ৪ উইকেট পেসার আবু জায়েদ রাহীর।
টায়ার-১ এ চতুর্থ রাউন্ড শেষেও চট্টগ্রাম কোনো জয়ের দেখা পেলো না। ২ ড্রয়ের সাথে ২ হার তাদের। অন্যদিকে ৪ ম্যাচে এই নিয়ে সিলেট ড্র করলো ২ ম্যাচে, জিতেছে বাকি ২ টিতে।