

দ্য ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের ‘আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ’ পুরুষ বিভাগে অক্টোবর মাসের মনোনয়নের শর্ট লিস্টে ভিরাট কোহলি, ডেভিড মিলার ও সিকান্দার রাজার নাম। সেরা হওয়ার দৌড়ে তিন ব্যাটার।
২০২২ সালের অক্টোবর মাসের মনোনীতদের তালিকা প্রকাশ করেছে আইসিসি। পুরুষ বিভাগে মনোনয়ন পেলেন প্রোটিয়া ব্যাটার ডেভিড মিলার, ভারতের তারকা ভিরাট কোহলি ও জিম্বাবুয়ের সিকান্দার রাজা।
আর নারী বিভাগের মনোনয়ন তালিকায় রয়েছেন দুই ভারতীয় জেমিমাহ রদ্রিগেজ, দিপ্তী শর্মা। তাদের সাথে আছেন পাকিস্তানি অলরাউন্ডার নিদা দার।
অক্টোবর মাস জুড়ে দারুণ পারফর্মের সুবাদে শর্ট লিস্টে জায়গা পেয়েছেন। সংক্ষিপ্ত তালিকায় জায়গা পাওয়ার প্রসঙ্গে আইসিসি বলেছে,
ভিরাট কোহলি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ৫৩ বলে অপরাজিত ৮২ রানের ইনিংস খেলেন। তাঁর ইনিংস সাজানো ছিল ছয়টি চার ও চারটি ছক্কায়। স্বপ্নের ফর্মে রয়েছেন কোহলি। পাকিস্তানের পর নেদারল্যান্ডসের বিরুদ্ধেও হাফ সেঞ্চুরি করলেন। ৪৪ বলে ৬২ রান করে থাকেন অপরাজিত। এর আগে গৌহাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে ভিরাট ৪৯ রানের অপরাজিত ইনিংস খেলেন।
প্রোটিয়া তারকা ব্যাটার ডেভিড মিলার অক্টোবরে ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ১৪৬.৩৭ স্ট্রাইক-রেটে ৩০৩ রান সংগ্রহ করেছেন। সাত ইনিংসের ৬টিতেই অপরাজিত থাকেন মিলার। ভারতের বিপক্ষে অ্যাওয়ে সিরিজে ডেভিড মিলার ১০৬ রানে অপরাজিত থেকে যান।