ফেইক ফিল্ডিং বিতর্ক ‘প্রোপার ফোরামে’ তুলতে চায় বিসিবি

ফেইক ফিল্ডিং বিতর্ক 'প্রোপার ফোরামে' তুলতে চায় বিসিবি
Vinkmag ad

বাংলাদেশের ক্রিকেটে গত ২৪ ঘন্টায় যত আলোচনা সমালোচনা তার পুরোটাই ভারতের বিপক্ষে হার নিয়ে। বৃষ্টি আইনে ৫ রানে হেরেছে টাইগাররা। তবে এই হারে ক্রিকেটারদের ব্যর্থতার চেয়ে বড় হয়ে এসেছে ভারতের ফেইক ফিল্ডিং। আম্পায়ারের দৃষ্টি এড়িয়ে যাওয়ায় পেনাল্টি হিসেবে প্রাপ্য ৫ রান বঞ্চিত হয় বাংলাদেশকে। তবে আপাতত এলোমেলো অভিযোগ না করে আইসিসির যথাযথ জায়গায় বিষয়টি তুলে ধরতে চায় বিসিবি।

ঘটনা বাংলাদেশ ইনিংসের ৭ম ওভারে। ১৮৫ রানের লক্ষ্য তাড়ায় তখন ব্যাট করছিল টাইগাররা। ওই ওভারে অর্শদ্বীপ সিংয়ের একটি থ্রো ছিল উইকেট রক্ষকের দিকে, কিন্তু মাঝপথে ভিরাট কোহলি করে বসেন ভূয়া ফিল্ডিং, খালি হাতে ছুঁড়েন বল। এ নিয়ে ক্রিজে থাকা নাজমুল হোসেন শান্ত আম্পায়ারকে অবগতও করেন। কিন্তু আম্পায়ার জানিয়ে দেন তারা তা খেয়াল করেননি।

যদিও পরে ভাইরাল হওয়া ক্লিপটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দারুণ প্রভাব পড়ে। যেখানে খালি চোখেই দেখা যাচ্ছিল কোহলি ফেইক ফিল্ডিং করে একটা বিভ্রান্তি সৃষ্টি করেছেন। এ নিয়ে ম্যাচ শেষে বাংলাদেশ ব্যাটার নুরুল হাসান সোহান আক্ষেপও করেন। তবে আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে দলের সাথে থাকা বিসিবি পরিচালক জালাল ইউনুস জানালেন তারা স্কুলের মতো হেডমাস্টারের কাছে নয়, বরং যথাযথ জায়গাতেই ইস্যুটা তুলতে চান।

এ নিয়ে তার ভাষ্য, ‘এটা সহজ না, কিছু হলেই যে বোর্ডে আলাপ। এটা তো স্কুল না কিছু হলেই হেড মাস্টারের কাছে নালিশ করবেন। এই ধরণের পরিস্থিতি না। তারপরও আমাদের মাথায় আছে এটা প্রপার ফোরামে গিয়ে যেন কথা বলতে পারি সেটা আমাদের মাথায় আছে।’

‘কথা হয়েছে আপনারা তো টিভিতেই দেখেছেন। সবাই আপনারা চোখের সামনেই দেখেছেন। দুটি ইস্যু ছিল। একটা ছিল যে ফেইক থ্রো। ফেক থ্রোটা আম্পায়ারদের নোটিশে আনা হয়েছে তবে আম্পায়ার বলেছে আমি এটা খেয়াল করিনি। যার জন্য সে রিভিউতে যায়নি। সাকিব এটা নিয়ে অনেক আলাপ করেছে এরাসমাসের সাথে। খেলার পরও আলাপ করেছে।’

ফেইক ফিল্ডিং ছাড়াও ম্যাচের আরেক বিতর্কিত ঘটনা বৃষ্টি শেষে অতি দ্রুত খেলা শুরু করা। আম্পায়াররা তাড়াহুড়ো করে খেলা মাঠে গড়ানোর ব্যবস্থা করে। বিশেষ করে মাঠ পিচ্ছিল হওয়া স্বত্বেও। এ নিয়েও আম্পায়ারদের সাথে বেশ কিছুক্ষণ কথা বলে টাইগার দলপতি সাকিব।

এ নিয়ে জালাল ইউনুস জানান, ‘একই সাথে মাঠ ভেজা নিয়েও আলাপ হয়েছে। সাকিব বারে বারে বলছিল তুমি আরেকটু সময় নিয়ে মাঠটা আরেকটু শুকাও। শুকানোর পর খেলা শুরু কর। কিন্তু তারা…আম্পায়ারের সিদ্ধান্তই চূড়ান্ত। সে জন্যই এখানে তর্ক-বিতর্কের কোনো সুযোগ ছিল না। সিদ্ধান্ত একটা আপনি খেলবেন কি খেলবেন না।’

৯৭ প্রতিবেদক

Read Previous

বাংলাদেশের অভিযোগের পাহাড়, যুক্তি খন্ডনে ভোগলের থ্রেড

Read Next

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে জমিয়ে দিলো পাকিস্তান

Total
12
Share