

অ্যাডিলেডে ভারতের বিপক্ষে বাংলাদেশের ৫ রানে হারা ম্যাচ নিয়ে এখনো কাটাছেড়া হচ্ছে। তবে এসবের রেশ থাকতেই টাইগার ব্যাটার লিটন দাস পেলেন ভিরাট কোহলির উপহার। দারুণ এক ইনিংস খেলে ভারতকে ভয় ধরিয়ে দেন লিটন। প্রশংসা কুড়িয়েছেন ক্রিকেট বিশ্লেষক, ধারাভাষ্যকার, প্রতিপক্ষ ক্রিকেটারেরও।
১৮৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে লিটনের বিস্ফোরক ব্যাটিংয়ে ৭ ওভারেই বাংলাদেশের স্কোরবোর্ডে বিনা উইকেটে ৬৬। লিটন একাই তাতে ২৬ বলে ৫৯!
কিন্তু বিপত্তিটা আনলো বৃষ্টি। ঘন্টাখানেকের বৃষ্টিতে নতুন লক্ষ্য ১৬ ওভারে ১৫১! ফের খেলা শুরু হতেই লিটন পা পিছলে পড়ে হলেন রান আউট (২৭ বলে ৬০)। এরপর মাঝে চলেছে শুধু আসা যাওয়ার মিছিল।
View this post on Instagram
শেষদিকে নুরুল হাসান সোহান (২৫*) ও তাসকিন আহমেদের (১২*) ব্যাটে আশার আলো দেখেও হতাশ হতে হয় বাংলাদেশকে। ১৬ ওভারে ৬ উইকেটে ১৪৫ রানেই আটকে যায় টাইগাররা।
তবে লিটনের ইনিংস নিয়ে আলাদা করে কথা বলতে হয়েছে সংবাদ সম্মেলনে ভারতের প্রতিনিধি হয়ে আসা লোকেশ রাহুলকে। তিনি জানান লিটন তাদের বোলার, ফিল্ডারের উপর বেশ চাপ তৈরি করেছে। এদিকে ভিরাট কোহলিতে ব্যাটই উপহার দিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন দলের সাথে থাকা বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস।
তিনি বলেন, ‘দেখেন লিটন দাস একজন ক্লাসিক ক্রিকেটার। আপনি শটগুলো দেখেন সে ক্লাসিক শট খেলে যেকোনো ফরম্যাটেই। টেস্ট, ওয়ানডে সে ভালো খেলে ইদানিং সে টি-টোয়েন্টিতেও ভালো খেলছে। খুব খুশি হয়েছি। আর আমরা যখন বসে ছিলাম ডাইনিং হলে দেখলাম ভিরাট কোহলি এসে তাকে একটা ব্যাট উপহার দিয়ে গেল তাকে। অবশ্যই এটা অনেক বড় অনুপ্রেরণা।’
টি-টোয়েন্টিতে লিটন বরাবরই ওপেনিংয়ে দারুণ খেলেন। তবে সাম্প্রতিক সময়ে দলের পর্যবেক্ষণের অংশ হয়ে তাকে তিন নম্বরে খেলতে হচ্ছিল। যদিও কাল আবার ওপেনিংয়ে ফিরেই আবার চেনালেন নিজের জাত। আগের তিন ম্যাচে তার সস্কোর ৯, ৩৪ ও ১৪। আর ভারতের বিপক্ষে ২৭ বলেই ৬০!
তার ওপেনিং থেকে তিনে নামার ব্যাপারে ব্যাখ্যা চাওয়া হয় জালালের কাছে। তিনিও নিজের মতো করে এই সিদ্ধান্তের সপক্ষে যুক্তি দেখিয়েছেন।
জালাল বলেন, ‘প্রকৃতপক্ষে ওয়ান ডাউনে খেলা আর ওপেনিংয়ে খেলা অনেকটা একই রকম। আমি এখানে কোনো পার্থক্য দেখি না। সে তিন নম্বরেও কমফর্টেবেল, ওপেনিংয়েও কমফর্টেবল। কালকে যেহেতু সৌম্যকে খেলায়নি…আমাদের পলিসি ছিল দুইটা বাঁহাতি হয়ে যাচ্ছিল তাই ডানহাতি বাঁহাতি কম্বিনেশন চাচ্ছিলাম ওপেনিংয়ে। যে কারণে লিটনকে ওপেন করানো হয়েছে।’
‘এটা আসলে পরিস্থিতির উপর নির্ভর করে। আমাদের তো অনেক বাঁহাতি ব্যাটার তাই লিটনকে সেভাবে উপরে নিচে খেলানো হয়েছে। টিম ম্যানেজমেন্টের ভাবনা হল ১ থেকে ৩ এই পজিশনগুলো যেকোনো সময় পরিবর্তন করা যায়।’