পাকিস্তানের বিশ্বকাপ দলে হারিস

পাকিস্তানের বিশ্বকাপ দলে হারিস
Vinkmag ad

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ এর ইভেন্ট টেকনিক্যাল কমিটি পাকিস্তান স্কোয়াডে বদলে সবুজ সংকেত দিয়েছে। ফখর জামানের পরিবর্তে মোহাম্মদ হারিস ঢুকছেন পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াডে।

পোস্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট (পিসিএল) এর কারণে টুর্নামেন্টের বাকি অংশে আর খেলতে পারবেন না ফখর জামান। তার জায়গাতেই সুযোগ মিলেছে মোহাম্মদ হারিসের।

উল্লেখ্য, আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে কোন বিকল্প ক্রিকেটার দলে নিতে ইভেন্ট টেকনিক্যাল কমিটির অনুমোদন লাগে।

ইভেন্ট টেকনিক্যাল কমিটি (আইসিসি মেন্স টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২)- ওয়াসিম খান, আইসিসি জেনারেল ম্যানেজার (চেয়ারম্যান), ক্রিস টেটলি, আইসিসি হেড অব ইভেন্টস, পিটার রোচ, ক্রিকেট অস্ট্রেলিয়া, শেন ডয়লে, মেন্স টি-টোয়েন্টু ওয়ার্ল্ড কাপ লোকাল অর্গানাইজিং কমিটি, শন পোলক (ইন্ডিপেন্ডেন্ট) ও ইয়ান বিশপ (ইন্ডিপেন্ডেন্ট)।

৯৭ প্রতিবেদক

Read Previous

সোহানের আক্ষেপ কেবল একটি বাউন্ডারির

Read Next

ভাইরাল শিট, পার স্কোর ও রিভাইজড টার্গেট নিয়ে বিভ্রান্তি

Total
1
Share